Advertisement
E-Paper

ভালবাসা আসলে... এই ভিডিয়োয় বোঝালেন সুস্মিতা

৪২ অর্থাত্ সুস্মিতা সেন। আর ২৭, তাঁর প্রেমিক রোহমান শাল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৬
একান্তে সুস্মিতা-রোহমান। ছবি: ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।

একান্তে সুস্মিতা-রোহমান। ছবি: ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।

একজন ৪২। অন্যজন ২৭।

২৭ রয়েছেন নীচে। পা দুটো ওপরে তোলা। সেই পায়ের ওপর রয়েছে ৪২-এর শরীর। হাতে হাত। কয়েক মুহূর্ত পর হাত ছেড়ে কাঁধের দু’পাশে ছড়িয়ে দিলেন ৪২। ফ্রেমবন্দি হল মুহূর্ত।

৪২ অর্থাত্ সুস্মিতা সেন। আর ২৭, তাঁর প্রেমিক রোহমান শাল।

মডেল রোহমান শালের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন সুস্মিতা। সদ্য রোহমানের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করেছেন। দু’জনের একান্ত মুহূর্তের ছবি একাধিকবার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন, ইগো বুস্ট করতে কেউ তেল চায়, কেউ সেক্স, বলছেন শ্রীলেখা

এ বার সুস্মিতা একটি ভিডিয়ো শেয়ার করেছেন ওয়েব মিডিয়ায়। যেখানে রোহমানের সঙ্গে তিনি যে ভাবে শুট করেছেন, তাতে নায়িকার ফিটনেসের বাহবা দিচ্ছেন বলি ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

আরও পড়ুন, ছেলের সঙ্গে কী কথা হয়? ছবি দিয়ে শেয়ার করলেন সুদীপা

সুস্মিতা লিখেছেন, ‘শুধুমাত্র সঙ্গ দেওয়া ভালবাসার পূর্ব শর্ত হতে পারে না। ভালবাসা একটা শিখরে পৌঁছনোর মতো, কোনও লক্ষ্যপূরণের মতো। ভালবাসা এক সঙ্গে থাকার একটা আধ্যাত্মিক স্তর।’

এর আগেও সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুডা, বিক্রম ভট্টের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সুস্মিতা খুব একটা মুখ খোলেন না। অথচ রোহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়েছেন। আবার এখনই যে বিয়ে নয়, সে ইঙ্গিতও দিয়েছেন প্রকাশ্যেই।

“Compatibility is not a precondition of love. It is the achievement of love!!!”❤️ A meditative state of creating stability together, one that knows #strength #trust & the potential of #eternity 🎵💃🏻😍 To us @rohmanshawl ❤️ I love you guys!!! Flyyyyyyy 💃🏻💃🏻💃🏻❤️

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Sushmita Sen সুস্মিতা সেন Rohman Shawl Bollywood Celebrities Celebrity Gossip Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy