Advertisement
E-Paper

প্রিয় বন্ধু থেকে ‘দুর্ধর্ষ দুশমন’, সবই লুকিয়ে জন্মতারিখের আড়ালে! সম্পর্ক সুখের হয় না কোন জন্মসংখ্যার ব্যক্তিদের?

রাশিচক্রের বারোটি রাশির যেমন বাকি রাশির সকলের সঙ্গে সম্পর্ক সুখকর হয় না, তেমনই সব জন্মসংখ্যার ব্যক্তিদের মধ্যেও বনিবনা ভাল থাকে না। ১-৯ জন্মসংখ্যার ব্যক্তিদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কের সমীকরণ কেমন জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৫:৩৪
numerology

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ বিভাগ হল সংখ্যাতত্ত্ব। জ্যোতিষশাস্ত্রের তুলনায় সংখ্যাতত্ত্বের হিসাব অত্যন্ত সহজ। কেবলমাত্র সঠিক জন্মতারিখ জানা থাকলেই নিজের জন্মসংখ্যা হিসাব করে নেওয়া যায়। এক জন মানুষের জন্মসংখ্যা বা মূলাঙ্ক হল তাঁর জন্মতারিখের সমাহার। অর্থাৎ, এক জন ব্যক্তির জন্ম তারিখ, জন্ম মাস ও জন্ম সালের সংখ্যাগুলি যোগ করে এক সংখ্যায় পরিবর্তন করলেই জন্মসংখ্যা পাওয়া যায়। এই জন্মসংখ্যার সাহায্যে উক্ত মানুষের নানা গোপন তথ্য বলে দেওয়া সম্ভব। রাশিচক্রের বারোটি রাশির যেমন বাকি রাশির সকলের সঙ্গে সম্পর্ক সুখকর হয় না, তেমনই সব জন্মসংখ্যার ব্যক্তিদের মধ্যেও বনিবনা ভাল থাকে না। ১-৯ জন্মসংখ্যার ব্যক্তিদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কের সমীকরণ কেমন জেনে নিন।

১: ১ জন্মসংখ্যার ব্যক্তিদের উপর সূর্যের প্রভাব থাকে। এঁদের মধ্যে অপরের উপর আধিপত্য বিস্তারের ঝোঁক দেখা যায়। ৪, ৭ এবং ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সঙ্গে এঁদের সম্পর্ক ভাল হয় না। তবে ২, ৩ ও ৯ জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক খুব ভাল হয়। ৫ এবং ৬-এর সঙ্গে মোটামুটি থাকে।

২: চাঁদের আশীর্বাদ প্রাপ্ত হন ২ জন্মসংখ্যার ব্যক্তিরা। এঁরা সাধারণত শান্তশিষ্ট ও আবেগী প্রকৃতির হয়ে থাকেন। ১, ৩ এবং ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সঙ্গে এঁদের বনিবনা খুব ভাল হয়। ৩ ও ৫ জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে মানিয়ে নিতে পারলেও, ৪, ৭ এবং ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকার সঙ্গে এঁদের অশান্তি লেগেই থাকে।

৩: ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের জাতক গ্রহ বৃহস্পতি। এঁরা উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হন। সর্বদা লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পছন্দ করেন। ৭ ও ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সঙ্গে এঁরা মানিয়ে চলতে পারেন না। ১, ২ ও ৯ জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক খুব ভাল হয় এবং ৪, ৫, ৬-এর সঙ্গে ঝামেলা হলেও মানিয়ে নিয়ে এগিয়ে চলার মতো সম্পর্ক থাকে।

৪: রাহুর প্রভাবে প্রভাবিত হন ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এঁরা নিজের কাজ নিজে করতে ভালবাসেন, স্বাধীনচেতা প্রকৃতির হন। ৫, ৬ ও ৮ জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে এঁদের সম্পর্ক খুব ভাল হয়। ৩ ও ৯ জন্মসংখ্যার সঙ্গে মানিয়ে নিতে পারলেও, ১, ২ এবং ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সঙ্গে মানিয়ে নিতে পারেন না। ঝামেলা-অশান্তি লেগেই থাকে।

৫: ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উপর বুধের প্রভাব থাকে। এঁরা কথা বলতে পছন্দ করেন। যে কোনও সমস্যার সমাধান এঁরা কথা বলে মিটিয়ে নিতে পছন্দ করেন। তবে ৪ এবং ৭ জন্মসংখ্যার ব্যক্তিরা সেই পন্থায় বিশ্বাসী নন বলে এঁদের সঙ্গে সম্পর্ক সুখের হয় না। ১, ৩, ৬ ও ৯ জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে এঁদের সম্পর্ক খুব ভাল হয় এবং ২ ও ৮-এর সঙ্গে মোটামুটি চলে যায়।

৬: শুক্রের প্রভাবে প্রভাবিত হন ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এঁরা অপরের প্রতি অত্যন্ত সংবেদনশীল হন। ৬ জন্মসংখ্যার ব্যক্তিদের মধ্যে শৌখিনতা থাকে ভরপুর। সেই কারণে ৭ ও ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সঙ্গে এঁরা মানিয়ে চলতে পারেন না। ১ এবং ৪-এর সঙ্গে ঝামেলা হলেও সম্পর্কে সুখ থাকে। ২, ৩, ৫ ও ৯-এর জাতক-জাতিকাদের সঙ্গে এঁদের সম্পর্ক মধুর হয়।

৭: ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উপর কেতুর প্রভাব থাকে। এঁরা রহস্যময় প্রকৃতির হন। সকলের পক্ষে এঁদের বুঝে ওঠা সম্ভবপর হয় না। সেই কারণে ১, ৩ এবং ৫ জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে এঁদের ঝগড়া-বিবাদ মিটতে চায় না। তবে ২, ৪ ও ৮ জন্মসংখ্যার ব্যক্তিদের এঁদের যোগ্য সঙ্গী মনে করা হয়। ৬ এবং ৯ জন্মসংখ্যার সঙ্গে সম্পর্ক হয় মোটামুটি।

৮: শনি দ্বারা প্রভাবিত হন ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এঁরা নিজের বানানো নিয়মে জীবন কাটাতে ভালবাসেন। নিয়মের বাইরে কোনও কাজ করা এঁদের পছন্দ নয়। সূর্যের সংখ্যা ১ ছাড়াও ৩ এবং ৯ জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে এঁদের সম্পর্ক ভাল হয় না। ২ ও ৭-এর সঙ্গে সম্পর্কে নানা চড়াই-উতরাই পেরোতে হয়। তবে ৪, ৫ ও ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সঙ্গে এঁদের সম্পর্ক হয় খুব ভাল।

৯: ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা মঙ্গলের প্রভাবে প্রভাবিত হন। এঁরা পরিশ্রম করতে ভয় পান না। ১, ২ ও ৬ জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে এঁদের সম্পর্ক খুব ভাল হয়। তবে ৪, ৭ ও ৮-এর সঙ্গে এঁরা মানিয়ে চলতে পারেন না। ৩ এবং ৫ জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক হয় মোটামুটি।

Birth Number Numerology Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy