১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলা ক্যালেন্ডারের দশ নম্বর মাস মাঘ। পৌষ মাস মল মাস হিসাবে পরিচিত। এই মাসে কোনও শুভ কাজ করা নিষিদ্ধ। মাঘ মাস পড়লেই শুরু হয়ে যায় বাঙালি হিন্দুদের নানা উৎসব। এই বছর মাঘের প্রথম দিকেই নানা বিশেষ তিথি পড়েছে। মৌনী অমাবস্যা থেকে বসন্ত পঞ্চমী, নানা গুরুত্বপূর্ণ তিথি জানুয়ারিতে পালন করা হবে। বিশেষ এই সকল দিনগুলিতে নির্দিষ্ট একটি উপায় পালন করলে সারা বছর খুব ভাল কাটবে। কোন দিন কী উপায় পালন করতে হবে জেনে নিন।
আরও পড়ুন:
মকর সংক্রান্তি, ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার: নিজের কোনও বদভ্যাস যা বহু দিন ধরে ত্যাগ করতে চেয়েও সফল হচ্ছেন না, সেটিকে একটি কাগজের টুকরোয় লিখে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। দেখবেন কিছু দিন যেতে না যেতেই সেই খারাপ অভ্যাস নিজেই আপনার থেকে দূরে চলে যাবে।
মৌনী অমাবস্যা, ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার: মৌনী অমাবস্যার দিন মৌনব্রত পালনের চল রয়েছে। তবে সকলের পক্ষে সেই ব্রত পালন করা সম্ভব হয় না। তবে সারা দিন সম্ভব না হলেও, সেই দিন ব্যস্ত জীবন থেকে ৩০ মিনিট সময় বার করে ঠাকুরের সামনে চুপ করে বসে থাকুন ও এই বছর কী কী করতে চান সেগুলি সম্বন্ধে ভাবুন। খুব ভাল ফল পাবেন।
আরও পড়ুন:
বিনায়ক চতুর্থী, ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার: এই দিন গণেশকে লাল জবাফুল ও দূর্বা দিন এবং রাস্তার কোনও কুকুরকে খাবার খাওয়ান। জীবনে সমৃদ্ধি লাভ করবেন।
বসন্ত পঞ্চমী, ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার: সরস্বতী পুজোর দিন একটি কাগজে হলুদ রঙের কালির পেন দিয়ে মনের গহীনে থাকা ভয়ের সম্বন্ধে লিখে বইয়ের ভিতর রাখুন। সেই বইটি মা সরস্বতীর পায়ের কাছে সারা দিনের জন্য রেখে দিন। ভয় কাটিয়ে উঠতে সফল হবেন।
আরও পড়ুন:
জয়া একাদশী, ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার: একাদশীর দিন নিজের অত্যন্ত প্রিয় কোনও খাবার না খাওয়ার সংকল্প করুন। আপনার এই ত্যাগ আপনাকে সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।