ভাগ্য কখনও আমাদের সহায় হয়, আবার কখনও আমাদের সঙ্গে পরিহাস করে। ভাগ্যের সঙ্গ না পেলে কোনও কাজই আমরা ঠিকমতো করে উঠতে পারি না। ফলে মন ভেঙে যায়। ভাগ্য যদি সহায় থাকে, তা হলে জীবনের ছন্দ বজায় থাকে। ভাগ্য সহায়ের অর্থ হল মা লক্ষ্মীর কৃপা সদা আমাদের উপর থাকা। তবে জীবনে কিছু সময় এমন আসে যখন ভাগ্য কোনও ভাবেই আমাদের সঙ্গ দেয় না। জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে যা সঠিক নিয়ম মেনে করতে পারলে খুবই উপকার পাওয়া যায়। সেই রকমই একটি উপায়ের কথা এই প্রতিবেদনে বলা হল। এই টোটকা বা উপায় পালন করতে পারলে ভাগ্যের দ্রুত উন্নতি ঘটতে দেখা যায়। এই উপায় করতে লাগবে একটা এলাচ, তিনটে লবঙ্গ এবং কিছুটা কর্পূর।
উপায়:
যে কোনও সপ্তাহের বৃহস্পতিবার এলাচ, লবঙ্গ এবং কর্পূর একসঙ্গে নিয়ে পোড়ান। তার পর সেই ছাই হাতে নিয়ে লক্ষ্মীদেবীর নাম বা ‘ওম মহালক্ষ্মী নমঃ’ মন্ত্রটি তিন বার উচ্চারণ করে কপালে তিলক পরুন। এই উপায়টি পর পর পাঁচটা বৃহস্পতিবার পালন করতে পারলে খুবই উপকার পাওয়া যাবে।
ফলাফল:
এই উপায় পালন করতে পারলে ভাগ্যের যত প্রকার বাধাবিপত্তি রয়েছে, তা দ্রুত কেটে যাবে। শায়িত ভাগ্য হঠাৎ করে জেগে উঠবে। এ ছাড়া সংসারে অভাব-অনটন এবং অশান্তি দূর করতেও এই উপায় খুবই কার্যকরী।