Advertisement
E-Paper

শুরু হবে উত্তরায়ণ, শনির রাশিতে প্রবেশ করবে সূর্য! ‘পিতা-পুত্রের’ সংযোগে লাভবান হতে চলেছেন কারা?

মকর শনির রাশি। শাস্ত্রমতে, শনি ও সূর্য বিপরীতধর্মী। তবে সূর্যের মকরে প্রবেশ বেশ কিছু রাশির জন্য সুখকর হতে চলেছে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৩:৪৫
sun in capricorn

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সূর্য মকর রাশিতে প্রবেশ করলে শুরু হয় সূর্যের উত্তরায়ণ পালা। সাধারণত পৌষ মাসের শেষ দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে। সেই কারণে পৌষ সংক্রান্তির দিনটি মকর সংক্রান্তি নামেও পরিচিত। মকর শনির রাশি। শাস্ত্রমতে, শনি ও সূর্য বিপরীতধর্মী। তবে সূর্যের মকরে প্রবেশ বেশ কিছু রাশির জন্য সুখকর হতে চলেছে। প্রায় বারো মাস পর রবির শনির রাশিতে প্রবেশের ফলে বেশ কিছু রাশির ব্যক্তিরা খুব ভাল ফল পেতে পারেন। তালিকায় কোন কোন রাশি রয়েছে জেনে নিন।

মকর সংক্রান্তি থেকে কাদের ভাগ্য বদলাবে?

মেষ: সূর্যের মকরে থাকাকালীন সময় মেষের জন্য শুভ প্রমাণিত হতে চলেছে। এই সময় মেষ রাশির জাতক-জাতিকারা যেমন পরিশ্রম করবেন, তেমনই ফল পাবেন। মনের মতো চাকরিতে যোগ দেওয়ার সুযোগ আসবে। তবে সেই সুযোগ নিজেকে বুঝে নিতে হবে। না হলে পিছিয়ে পড়বেন। আপনার কর্মদক্ষতা ও নিষ্ঠা আপনাকে সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে সাহায্য করবে।

বৃষ: বৃষ রাশির ব্যক্তিদের ভাগ্য এই সময় বদলে যেতে পারে। বিদেশযাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোনও দীর্ঘমেয়াদি খাতে বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। ভাল মুনাফা লাভের যোগ রয়েছে। টাকা সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত এই সময় বুদ্ধির সঙ্গে নেওয়ার চেষ্টা করুন। তা হলে আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা লাভ করবেন। নতুন কাজে যোগ দেওয়ার চেষ্টা করতে পারেন।

বৃশ্চিক: সূর্যের রাশি পরিবর্তন বৃশ্চিক জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। এই রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্র ও আয়ক্ষেত্রে খুব ভাল ফল পাবেন। তবে বিনিয়োগ করার ক্ষেত্রে ভেবেচিন্তে এগোন। হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নিলে অর্থহানির ঝুঁকি রয়েছে। বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। কাজের জায়গায় ঊর্ধ্বতনের প্রশংসা কুড়োবেন। পদোন্নতির যোগ দেখা যাচ্ছে।

মকর: শনির রাশি মকরে প্রবেশ করছে সূর্য। এই রাশির ব্যক্তিরা সবচেয়ে ভাল ফল পাবেন। সমাজে আপনাদের নামডাক বৃদ্ধি পাবে। তবে সহজ পথে আয় করতে গেলে মুশকিলে পড়তে পারেন। সেটা মাথায় রেখে চলতে হবে। আপনার পরিশ্রম ও নিয়মের প্রতি নিষ্ঠা আপনাকে পেশাক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। নতুন চাকরির খোঁজ করার কথা ভেবে থাকলে করতে পারেন। স্বাস্থ্যের উন্নতি ঘটবে।

কুম্ভ: কুম্ভ জাতক-জাতিকারাও সূর্যের রাশি পরিবর্তনের ফলে লাভবান হবেন। বিদেশভ্রমণের সুযোগ পাবেন। যাঁরা বৈদেশিক প্রতিষ্ঠানে কর্মরত, তাঁরাও এই সময় খুব ভাল ফল পাবেন। কর্মক্ষেত্রেও আপনাদের নামডাক বৃদ্ধি পাবে। কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করার কথা ভেবে থাকলে এই সময় করতে পারেন। আর্থিক ক্ষেত্রেও উন্নতির যোগ দেখা যাচ্ছে।

Astrology Makar Sankranti Astrological Prediction Lucky Zodiac Signs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy