আলিশা সেন। সুস্মিতা সেনের ছোট মেয়ে। বয়স মাত্র দশ। না, জন্ম দেননি তাঁকে সুস্মিতা। আলিশা যখন খুব ছোট, একেবারে কোলের... তাকে বাড়িতে নিয়ে এসেছিলেন মিস ইউনিভার্স।
কিছু দিন আগে আলিশাকে স্কুলে লিখতে দেওয়া হয়েছিল, ‘অনাথ আশ্রম থেকে সন্তান দত্তক’ প্রসঙ্গে। ১০ বছরের ছোট্ট আলিশা যা লিখল তাতে আবেগঘন হয়ে পড়লেন মা সুস্মিতা। কী লিখেছে আলিশা?
আলিশার ভাষায়: ‘আমার মনে হয় সবাইকেই অনাথ আশ্রম থেকে সন্তান দত্তক নেওয়া উচিত। সন্তান দত্তক নেওয়ার মধ্যেই পরিবারে আনন্দ খুঁজে পেতে পারেন এক জন।’ পাশপাশি, আলিশা যোগ করে, ‘জন্মদাত্রী মা না হয়েও এক জনকে রক্ষা করা, নতুন জীবন দেওয়া... এর থেকে সুন্দর আর কী বা হতে পারে? আর উপরি পাওনা হিসেবে সেই বাচ্চার থেকেই তুমি পাবে নিঃস্বার্থ ভালবাসা।’