দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তবু তো ছিলেন! অভিনেতা জ়ায়েদ খান, সুজ়ান খানের মা জ়রীন খান ৭ নভেম্বর ৮১ বছর বয়সে প্রয়াত। শনিবার অন্ত্যেষ্টিক্রিয়ার পর অদ্ভুত শূন্যতা অনুভব করছেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী।
মা হারানোর যন্ত্রণা বলে বোঝানোর নয়। তাই ভাষার আশ্রয় নিয়েছেন সুজ়ান। তাঁর অভিমানী মনের আক্ষেপ, তিনিও যদি মায়ের সঙ্গী হতে পারতেন। একই সঙ্গে ফিরে দেখেছেন অতীত। মা না থাকলে সব কিছু কী করে সামলে উঠতেন তিনি? মায়ের মৃত্যু কি নতুন করে হৃতিকের সঙ্গে বিয়ে ভাঙার ব্যথা মনে করিয়ে দিল তাঁকে?
সুজ়ান লিখেছেন, “তুমি না থাকলে আমার কিছুই হত না। তুমি না থাকলে এই ‘আমি’কে কেউ জানতেই পারত না। আমি যা সবটাই তোমার জন্য। তুমি তো সে কথা জান! তবু আমায় ফেলে চলে গেলে?” বিচ্ছেদ হলেও হৃতিক-সুজ়ানের সৌহার্দ অটুট। দুই সন্তানের জন্য নিজেদের মধ্যে কোনও তিক্ততা ধরে রাখেননি তাঁরা। তাই বিপদে সুজানের পাশে দেখা গিয়েছে অভিনেতাকে। তিনি গত দু’দিন ধরে সমানে ‘প্রাক্তন’ স্ত্রীর সঙ্গেই ছিলেন।
তবু মায়ের অভাব দ্বিতীয় কেউ কি পূরণ করতে পারে?
সুজ়ান আপাতত তাই মায়ের সঙ্গে ফের দেখা হওয়ার প্রতীক্ষায়। তাঁর লেখনী অনুযায়ী, “আপাতত স্বর্গে পরিবারের বাকি যাঁরা আছেন, তাঁদের সঙ্গে সময় কাটাও। সময় হলে আমিও নিশ্চয়ই সেখানে যোগ দেব।”