Advertisement
E-Paper

শহরে থাকবে না পথকুকুরেরা! শীর্ষ আদালতের রায়ের পর কোন পদক্ষেপ করতে চলেছেন স্বস্তিকা?

শীর্ষ আদালতের রায় প্রকাশ্যে আসার পর থেকে পশুপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে প্রতিক্রিয়া। এ বার কোন পদক্ষেপ করতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৩:৪০
কোন পদক্ষেপ করতে চলেছেন স্বস্তিকা?

কোন পদক্ষেপ করতে চলেছেন স্বস্তিকা? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই পশুপ্রেমী বলে পরিচিত। তাঁর নিজের বাড়িতে রয়েছে ‘ইন্ডি’ প্রজাতির পোষ্য। ‘পাতাললোক’ সিরিজ়েও অভিনেত্রীকে পশুদের প্রতি সহর্মমিতা প্রকাশ করতে দেখা গিয়েছে। এ বার পথকুকুরদের জন্য বড় পদক্ষেপ করতে চলেছেন বাঙালি অভিনেত্রী।

সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি মামলায় রায় দিয়েছে দিল্লি ও এনসিআর এলাকায় আর স্বাধীন ভাবে ঘুরতে পারবে না পথকুকুরেরা। তাদের রাখতে হবে নির্দিষ্ট আশ্রয়স্থলে (শেল্টার)। শীর্ষ আদালতের এই রায় প্রকাশ্যে আসার পর থেকে পশুপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে প্রতিক্রিয়া। ইতিমধ্যেই এর বিরুদ্ধে গর্জে উঠেছেন জাহ্নবী কপূর, রবীনা টন্ডন, বরুণ ধওয়ানেরা। বসে নেই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও।

অন্তত একটি করে ইন্ডি প্রজাতির কুকুর দত্তক নেওয়ার জন্য অভিনেত্রী দিল্লিবাসীদের কাছে অনুরোধ করেছেন। তাঁর কথায়, ‘‘পথে থাকা কুকুরদের দত্তক নিন। আমি নিজেও নেব। ওদের নিলে কিন্তু খুব খরচ হবে না আপনার। কিন্তু ভালবাসা সাহচর্য ততটাই দেবে। আপনাদের সকলের কাছে অনুরোধ, এনজিও-তে গিয়ে একটা করে সারমেয় দত্তক নিন। আদালতের কাছে আবেদন জমা পড়েছে কিন্তু সেটা সময়সাপেক্ষ। মানবধর্মের খাতিরে এতটুকু করুন। একটা বড় উদ্যোগে শামিল হোন।’’

Swastika Mukherjee Tollywood Actress Bengali Actress supreme court verdict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy