সংসদে প্রথম দিন। ওয়েস্টার্ন আউটফিটে ছবি তুলেছিলেন সদ্য নির্বাচিত দুই সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় সে ছবি ছড়িয়ে পড়তেই ট্রোলিংয়ের শিকার হন দু’জনেই। দুই নায়িকার সমর্থনে এগিয়ে এসেছেন অনেকেই। এ বার সেই তালিকায় যুক্ত হল স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম।
স্বস্তিকা মিমি-নুসরতের সংসদের সামনে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, ‘বেশ করেছে পার্লামেন্টের সামনে ছবি তুলেছে। আমরা শুতে, বসতে ছবি তুলি। আর এটা তো ওদের জীবনে বড় একটা দিন। ওরা নির্বাচনে জিতেছে। মানুষ ওদের ভোট দিয়েছেন। ফলে ওরা ওখানে যাওয়ার অধিকারী। সংসদে জিনস পরে যাওয়া যাবে না, এমন কোনও নিয়ম নেই। সুতরাং সব জিনিসে সমস্যা দেখাটা বন্ধ করুন।’
মিমি বা নুসরত, কেউই অবশ্য ট্রোলিংয়ে পাত্তা দেননি। নুসরত জানিয়েছেন, এর আগেও ট্রোলড হয়েছেন। তবে সে সবে মন দেননি। আর মিমির মতে, বেশিরভাগ মানুষ তাঁকে ভালবাসে। তাঁদের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে। সেই আশীর্বাদ নিয়েই এগিয়ে যেতে চান।
আরও পড়ুন, ‘সাগরদ্বীপে যকের ধন’-এর খোঁজ, সঙ্গী কোয়েল
বেশ করেছে #parliament এর সামনে ছবি তুলেছে।আমরা শুতে বসতে ছবি তুলি & it’s their biggest day!! They won the election, people voted for them & they are rightfully there. Code of parliament doesn’t say ‘jeans not allowed’ so stop having a fucking problem with every God damn thing. pic.twitter.com/iBWMaK3Y32
— Swastika Mukherjee (@swastika24) May 28, 2019
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)