জন্ম থেকেই খুদে সেলেবের তকমা পেয়েছে সইফ আলি খান এবং করিনা কপূরের ছেলে তৈমুর আলি খান। প্রতি মুহূর্তেই পাপারাত্জিদের নজরে থাকে সে। ফের তৈমুরের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
এ বার তৈমুর ঘোড়ার পিঠে চেপেছে। আর তাতে বেজায় খুশি এই সেলেব কিড। কালো টি-শার্ট পরে শক্ত হাতে ধরে রয়েছে ঘোড়ার লাগাম।
গত বছর সইফ আলি খানের ঘোড়ায় চড়া একটি ছবি খুবই জনপ্রিয় হয়েছিল সোশ্যাল ওয়ালে। তৈমুরের এ দিনের ছবি দেখে সেই স্মৃতি হাতড়াচ্ছেন খান পরিবারের অনুরাগীরা। অনেকেই বলছেন, বাবার পদাঙ্ক অনুসরণ করবে তৈমুর।
আরও পড়ুন, ‘এয়েচো?...’ শব্দচয়নে ট্রোলড দিতিপ্রিয়া!
তৈমুরের এত লাইমলাইটে থাকা নিয়ে মতভেদ রয়েছে তার পরিবারের অন্দরেই। তৈমুরের দাদু রণধীর কপূর নাতির এত ছবি বেরনো পছন্দ করেন না। আবার তৈমুরের মা অর্থাত্ করিনা জানিয়েছিলেন, স্বাভাবিক ভাবেই বড় করতে চান ছেলেকে। ছোট থেকেই ওর বোঝা উচিত, ওর ওপর লাইমলাইট থাকবে। সেটাতে নাকি অভ্যস্ত হতে হবে ওকে।
(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)