Advertisement
E-Paper

ছেলে তৈমুরকে নিয়েই শুটিং করবেন করিনা

বেশ কয়েক মাস মাতৃত্বের ছুটিতে ছিলেন নায়িকা। মাস দু’য়েক আগে ফুটফুটে এক ছেলের জন্ম দিয়েছেন। আর পাঁচ দিন পরে ২০ ফেব্রুয়ারি তার দু’মাস পূর্ণ হবে। এ বার সেই ছেলে তৈমুরকেই নিয়েই প্রয়োজনে সেটে যাবেন বলে জানালেন করিনা কপূর খান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩০
তৈমুরের এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তৈমুরের এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বেশ কয়েক মাস মাতৃত্বের ছুটিতে ছিলেন নায়িকা। মাস দু’য়েক আগে ফুটফুটে এক ছেলের জন্ম দিয়েছেন। আর পাঁচ দিন পরে ২০ ফেব্রুয়ারি তার দু’মাস পূর্ণ হবে। এ বার সেই ছেলে তৈমুরকেই নিয়েই প্রয়োজনে সেটে যাবেন বলে জানালেন করিনা কপূর খান।

সম্প্রতি ফেসবুকে লাইভ চ্যাটে অংশ নেন অভিনেত্রী। সেখানে তিনি তাঁর প্রেগন্যান্সি এবং ছেলে তৈমুরকে নিয়ে অনেক কথা বলেন। পাশাপাশি, কী ভাবে ফের কাজের জগতে ফিরে আসছেন তার পরিকল্পনা নিয়েও আলোচনা করেন নায়িকা। ছুটি শেষে তিনি ‘ভীরে দে ওয়েডিং’ নামে একটি ছবিতে কাজ শুরু করবেন।

💞💞💞

A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on Feb 12, 2017 at 2:46pm PST

ইন্সটাগ্রামে করিনার একটি ফ্যান পেজে তৈমুরের সেই ছবি

মা যদি তাকে নিয়ে শুটিং-এ যায়, ছোট্ট তৈমুরের জন্য সে এক অন্য রকম অভিজ্ঞতা। মায়ের কাছেও সে এক নতুন অভি়জ্ঞতা। কাজের ফাঁকে মা করিনাকে সঙ্গ দেবে ছোটে নবাব। করিনার কথায়, ‘‘বেশ কয়েক মাস ধরে আমরা সব সময় একই কাজ করি। তা হলে ওকে না নিয়ে শুটিং-এ যাব না কেন! এটা একটা অসামান্য ব্যাপার। তৈমুর আমাদের অখণ্ড সত্ত্বা।’’

এবার মা করিনাকে সঙ্গ দেবে ছোটে নবাব

প্রেগন্যান্সি নিয়ে তিনি বলেন, ‘‘প্রচুর এনার্জি এবং আনন্দ দিয়ে তৈমুরকে ধারণ করেছি। ওই সময় আমার ওজন ১৮ কেজি বেড়ে গিয়েছিল। হাসপাতালে আমি হেঁটে গিয়েছিলাম। তোয়াক্কা করিনি। বিভিন্ন অ্যাঙ্গল থেকে ছবি তুলেছি। ছেলে হওয়ার আগে ও পরে তাঁর পাশে থাকার জন্য পরিবারের সকলকে এবং বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন করিনা। তাঁর কথায়, ‘‘বাচ্চা হওয়ার আগে ও পরে আমার চেহারার কী পরিবর্তন হয়েছে সেটা কোনও বিষয় নয়। তৈমুরের মতো অসাধারণ শিশু পেয়েছি। পাশাপাশি পরিবার ও বন্ধুদের যে সাপোর্ট পেয়েছি তাতে আমি অভিভূত।’’

আরও পড়ুন- ‘ড্রাগন’-এ মুখোমুখি অমিতাভ-রণবীর

Taimur Ali Khan Kareena Kapoor Veere Di
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy