বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা দু’জনেই কেরিয়ার শুরু করেন ২০০৮-এ। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ে তাঁদের আলাপ ২০১৩ সালে। প্রেমপর্ব পেরিয়ে দু’জনে বিয়ে করেন ২০১৭ সালে। শুধুমাত্র একান্ত ঘনিষ্ঠদের নিয়ে গোপনে বিরুষ্কার বিয়ের আসর বসেছিল ইটালির টাস্কানে। তাঁদের বিয়ের আসরের ছবি তথা অনুষ্কার কনে-সাজ তুমুল জনপ্রিয় হয়েছিল ইন্টারনেটে। (ছবি: আর্কাইভ ও সোশ্যাল মিডিয়া)