Advertisement
E-Paper

‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’, বন্ধ হল গয়না প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপন

এই নিয়ে মাস খানেকে র মধ্যে দুটি বিজ্ঞাপন তুলে নিতে বাধ্য হল ওই গয়না প্রস্তুতকারী সংস্থা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৩:১২
দীপাবলির বিজ্ঞাপনে চার অভিনেত্রী।

দীপাবলির বিজ্ঞাপনে চার অভিনেত্রী।

উৎসবের মরসুমে ফের বিপাকে গয়না প্রস্তুতকারী সংস্থা। দূষণমুক্ত দীপাবলি উদযাপনের জন্য বিজ্ঞাপন তৈরি করে হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়তে হল তাদের। এর আগেও হিন্দু-মুসলিম ঐক্য তুলে ধরতে বিজ্ঞাপন তৈরি করে ‘লভ-জিহাদ’-এর অভিযোগ উঠেছিল এই একই সংস্থার বিরুদ্ধে।

কাছের মানুষদের সঙ্গে দূষণমুক্ত দীপাবলি উদযাপন ছিল বিজ্ঞাপনটির মূল বিষয়বস্তু। নীনা গুপ্ত, নিমরত কউর, সায়নী গুপ্ত এবং আলায়া এফকে দেখা যায় সংশ্লিষ্ট বিজ্ঞাপনটিতে। ৪ অভিনেত্রীকেই বাজিমুক্ত আলোর উৎসব পালনের কথা বলতে শোনা যাচ্ছে সেখানে।

অভিনেত্রী সায়নী গুপ্ত বলেন, “অনেকদিন পর আমার মায়ের সঙ্গে দেখা হবে। কিন্তু কোনও রকম বাজি পোড়াবো না। কেউ যেন বাজি পুড়িয়ে উৎসব উদযাপন না করে।এই বছর দীপাবলি পালিত হোক অনেক আলো, অনেক হাসি আর ভাল ভাবনা দিয়ে।” ঠিক সেই সময় ফ্রেমে আসেন পূজা বেদীর কন্যা আলায়া এফ। হাতে প্রদীপ নিয়েই জানান মন ভরে মিষ্টি এবং খাবার খেয়ে পরিবার এবং বন্ধুদের সঙ্গে উৎসবে মেতে উঠবেন তিনি। নীনা জানান সুন্দর করে সেজে আর গয়না পরে আলোর উৎসবে নিজেকে সামিল করবেন তিনি।

আরও পড়ুন: ওজন নিয়ে অনেকেই কটু কথা শুনিয়েছেন', কামব্যাকের আগে বডি শেমিং নিয়ে সরব তনুশ্রী

বাদ পড়েন না নিমরতও। বিজ্ঞাপনের শেষের দিকে বলেন, “এই বছর দীপাবলিতে পরিবারের সঙ্গে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি সকলে তাঁর কাছের মানুষের সঙ্গে আলোর উৎসবে মেতে উঠবেন।”

বিজ্ঞাপনটি সামনে আসতেই ওই গয়না প্রস্তুতকারী সংস্থার উপর চটে যান এক শ্রেণির নেটাগরিক। দূষণমুক্ত দীপাবলির উদযাপনের নামে হিন্দু সংস্কৃতি ধ্বংস করার অভিযোগ তোলেন ওই সংস্থার বিরুদ্ধে। নিজেদের পণ্য বিক্রির স্বার্থে হিন্দুদের ভাবাবেগে আঘাত হানার কথা বলে ক্ষোভ উগরে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। টুইটারে আরও একবার ট্রেন্ডিং হয় ওই সংস্থাকে বয়কট করার দাবি জানিয়ে নানান হ্যাশট্যাগ। এর পরেই বিজ্ঞাপনটি তুলে নেয় ওই সংস্থা।

একদিকে দূষণমুক্ত দীপাবলির পক্ষে সওয়াল করায় যেমন সংস্থাটিকে বয়কটের ডাক উঠেছে, অন্যদিকে বিজ্ঞাপনটির সমর্থনে সরব হয়েছে নেটাগরিকদের একাংশও। তাঁদের যুক্তি, বিজ্ঞাপনটি পছন্দ না হলে তা এড়িয়ে যাওয়া সমীচিন।

পরিচালক বিবেক অগ্নিহোত্রী টুইটারে সরব হয়েছেন বিজ্ঞাপনটির বিরুদ্ধে। তাঁর কথায়, নিজেদের পণ্য প্রচার করতে গিয়ে হিন্দু সংস্কৃতিকে ‘খুন’ করেছে ওই বিজ্ঞাপন সংস্থাটি। পাশাপাশি বিজ্ঞাপনের চার অভিনেত্রীকেও তীক্ষ্ণ কথায় বিদ্ধ করেছেন পরিচালক।

আরও পড়ুন: বিয়ে-বিচ্ছেদ-দ্বিতীয় দাম্পত্যের টানাপড়েনে ব্যাহত হয়নি শেফালির অভিনেত্রী জীবন

এই নিয়ে মাস খানেকে র মধ্যে দুটি বিজ্ঞাপন তুলে নিতে বাধ্য হল ওই গয়না প্রস্তুতকারী সংস্থা। এর আগে উৎসবের মরসুমে মুসলিম বাড়িতে হিন্দু পুত্রবধূর সাধ খাওয়া দেখিয়ে বিপাকে পড়তে হয় সংস্থাটিকে। নেটাগরিকদের একটা বড় অংশ সেই সময় সংস্থাটিকে বয়কটের দাবি জানায়। বিজ্ঞাপনটির বিরুদ্ধে সোচ্চার হয়ে টুইটও করেন অভিনেত্রী কঙ্গনা রানাওত। এর পরেও আবার ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে বিদ্ধ হয়ে আরও একটি বিজ্ঞাপন তুলে নিতে হল তাদের।

Diwali ad Jewellery Pollution Festivals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy