Advertisement
E-Paper

ভক্তের গালে সপাটে চড় মারলেন তেলুগু অভিনেতা, দেখুন ভিডিও

এক ভক্ত সেলফি তোলার জন্য অভিনেতার সামনে চলে যান। আর তখনই মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা-রাজনীতিক। রেগে গিয়ে ভক্তকে ধাক্কা মারেন তিনি। এর পরই সপাটে চড়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ১৫:১৭
দক্ষিণী অভিনেতা-রাজনীতিক নন্দমুরি বালাকৃষ্ণ। ছবি— সংগৃহীত।

দক্ষিণী অভিনেতা-রাজনীতিক নন্দমুরি বালাকৃষ্ণ। ছবি— সংগৃহীত।

ভক্ত তাঁর আইডলকে দেখে একটি সেলফি তুলতে চেয়েছিলেন। কিন্তু অভিনেতা হঠাৎ মেজাজ হারিয়ে ফেললেন! রেগে গিয়ে ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়াই শুধু নয়। সপাটে গালে চড়ই মেরে দিলেন তেলুগু ছবির অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ। এই তেলুগু তারকা শুধু অভিনেতাই নন, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামা রাও-এর ছেলে। পাশাপাশি, রাজ্যের শাসকদলের এক বিধায়কও বটে।

আরও পড়ুন, ‘বাবুমশাই বন্দুকবাজ’কে ছাড়পত্র দিল এফ ক্যাট

ঘটনাটা ঠিক কী?

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর শ্যালক, বালাকৃষ্ণ বৃহস্পতিবার আসন্ন উপ-নির্বাচনের জন্য প্রচারে বেরিয়েছিলেন। আগামী সপ্তাহেই হায়দরাবাদ শহর থেকে ২০০ কিলোমিটার দূরে নন্দয়ালে বিধানসভা উপ-নির্বাচন রয়েছে। শাসকদল তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র বিধায়ক-অভিনেতা বালাকৃষ্ণকে দেখেই ভক্তরা তাঁকে ঘিরে ফেলেন। এক ভক্ত সেলফি তোলার জন্য অভিনেতার সামনে চলে যান। আর তখনই মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা-রাজনীতিক। রেগে গিয়ে ভক্তকে ধাক্কা মারেন তিনি। এর পরই সপাটে চড় মারেন তাঁর গালে।

আরও পড়ুন, শর্তসাপেক্ষে দেখাতে হবে ‘পহেরেদর পিয়া কি’ সিরিয়াল!

সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে গিয়েছে।

৫৭ বছর বয়সী বালাকৃষ্ণর বিরুদ্ধে এর আগেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এক বার রেগে গিয়ে তিনি নাকি এক প্রযোজককে গুলি করতেও উদ্যত হয়েছিলেন। যদিও কোনও মতে প্রাণে বেঁচে যান সেই প্রযোজক।

Nandamuri Balakrishna Viral Video Actor Slaps Fan Telegu Films নন্দমুরি বালাকৃষ্ণ Telegu Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy