Advertisement
E-Paper

এক দিকে ধনুশ-কৃতি, অন্য দিকে বিজয়ের সঙ্গে ফাতিমার রসায়ন, কতটা কামাল দেখাবেন রুক্মিণী?

শুক্রবার মুক্তি পাচ্ছে দু’টি নতুন জুটির ছবি। এ ছাড়াও প্রথম বার বড়পর্দায় রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিৎ। সপ্তাহশেষে কোন কোন ছবি দেখবেন, রইল তার তালিকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১১:০১
এই সপ্তাহে কোন জুটি কাড়বে নজর?

এই সপ্তাহে কোন জুটি কাড়বে নজর? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নভেম্বর জুড়ে এক ঝাঁক নতুন ছবির সমারোহ। গত সপ্তাহে মুক্তি পেয়েছিল চারটি বাংলা ছবি। যার মধ্যে দর্শকমহলে সাড়া ফেলেছে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। এ ছাড়াও হিন্দির মধ্যে ছিল ‘মস্তি ৪’ ও ‘১২০ বাহাদুর’। দু’টির কোনওটাই বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে দুটি বাংলা ছবি ও দুটি হিন্দি ছবি।

তেরে ইশ্‌ক মেঁ

এই ছবিতে প্রথম বার একসঙ্গে জুটি বেঁধেছেন কৃতি সেনন ও ধনুশ। আনন্দ এল রাই পরিচালিত এই ছবি রোমান্স ঘরানার। এই ছবিটি নাকি তাঁরই পরিচালিত ‘রাঞ্ঝনা’ ছবির সিক্যুয়েল। যদিও ছবির প্রথম ঝলকে দর্শক যেন ফের সেই পুরনো বারাণসীর ছেলে কুন্দনের ঝলক দেখতে পেয়েছেন। অনেকে অবশ্য অপেক্ষায় রয়েছেন কৃতির সঙ্গে তাঁর রসায়ন বড়পর্দায় কতটা ফুটে ওঠে, সেটা দেখার।

দেরি হয়ে গেছে

এই ছবিতে যাঁরা অভিনয় করেছেন তাঁদের জুটি নতুন নয়। বরং তাঁরা চিরহরিৎ। অঞ্জন দত্ত ও মমতাশঙ্কর। নতুন প্রজন্মের পরিচালক সপ্তাশ্ব বসুর এই ছবি ‘সিচুয়েশনশিপ’-এর গল্প বলে। যদিও সম্পর্ক নিয়ে এই সব লব্জ জেন জ়িদের। তবু চিরকাল এই ধরনের অবস্থায় মধ্যে দিয়ে যেতে হয়েছে কতশত যুগলকে। প্রায় ১৮টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। কেমন হবে তাঁদের উনিশতম ছবি? অপেক্ষায় দর্শক।

হাঁটি হাঁটি পা পা

এই ছবি তথাকথিত নায়ক-নায়িকার গল্প নয়। বরং বাবা-মায়ের জীবনের সম্পর্কের এক আখ্যান। এই ছবিতে রুক্মিণী মৈত্রের বাবার চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। অনেকে অবশ্য হিন্দি ‘পিকু’ ছবিতে দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চনের বাবা-মেয়ের যুগলবন্দির ছায়া দেখছেন। এই ছবিতেও তেমন কিছুর আঁচ করছেন অনেকে। যদিও অভিনেত্রী জানান, ঝলকটা দেখে তেমন মনে হলেও এই গল্প একেবারেই আলাদা।

গুস্তাখ ইশ্ক

এই ছবিতেও নতুন জুটি— ফাতিমা সনা শেখ ও বিজয় বর্মা। পুরনো দিল্লির প্রেক্ষাপটে নির্মিত এই ছবি। পোশাকশিল্পী মণীশ মলহোত্র প্রযোজিত এটি প্রথম ছবি। এই ছবির শুটিংয়ের সময় ফাতিমার কাছাকাছি আসেন বিজয়। সেই কারণেই নাকি তমান্না ভাটিয়ার সঙ্গে প্রেম ভাঙে অভিনেতার। যদিও এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি বিজয়-ফাতিমার কেউই। এ বার দেখার, তাঁদের বাস্তবের রসায়ন কতটা পর্দায় ফুটিয়ে তোলেন দুই তারকা।

রিভলভার রীতা

অতিমারির পর থেকে তামিল ছবি নিয়ে বিশেষ আগ্রহ বেড়েছে দর্শকদের। অনেক সময়েই তামিল ভাষার ছবি রীতিমতো টেক্কা দিয়েছে হিন্দি ছবিকে। আসন্ন শুক্রবার মুক্তি পাচ্ছে কীর্তি সুরেশ অভিনীত ‘রিভলভার রীতা’। এই ছবিতে কীর্তিকে দুর্ধষ সব অ্যাকশন করতে দেখা যাবে। সাধারণ মিষ্টি নায়িকার চরিত্রে তাঁকে দেখা গিয়েছে বরাবর। এ বার সেই ঘরানার বাইরে নতুন কিছু চেষ্টা করলেন কীর্তি।

Tere Ishq Mein Dhanush Kriti Sanon Rukmini Maitra chiranjeet Fatima Sana Shaikh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy