Advertisement
১১ মে ২০২৪

‘ক্যালেন্ডার গার্লস’ পাক বিরোধী নয়, জানালেন মধুর

পাকিস্তানে ‘ক্যালেন্ডার গার্লস’এর মুক্তি নিয়ে বেশ সমস্যায় পড়েছেন পরিচালক মধুর ভান্ডারকর। ছবিটি আজ মুক্তি পেয়েছে। কিন্তু ছবিতে পাক-বিরোধী কোন ডায়লগ নেই বলেই দাবি করেছেন তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩০
Share: Save:

পাকিস্তানে ‘ক্যালেন্ডার গার্লস’এর মুক্তি নিয়ে বেশ সমস্যায় পড়েছেন পরিচালক মধুর ভান্ডারকর। ছবিটি আজ মুক্তি পেয়েছে। কিন্তু ছবিতে পাক-বিরোধী কোন ডায়লগ নেই বলেই দাবি করেছেন তিনি। টুইটে মধুর জানিয়েছেন, ‘‘আমি পাকিস্তানের সব ডিস্ট্রিবিউটরকে ছবিটি দেখতে অনুরোধ করছি। আমি নিশ্চিত ভাবে বলতে পারি ছবিটি পাক-বিরোধী নয়। কোথাও পাক সেন্টিমেন্টকে আঘাত করা হয়নি।’’

দিন কয়েক আগেই পাকিস্তানে ওই ছবি মুক্তির ওপর ফতোয়া জারি করেছিল পাক সরকার। কারণ, সরকার মনে করছিল, ছবিতে এমন কিছু সংলাপ রয়েছে যার জন্য গোটা বিশ্বের কাছে পাকিস্তানের মাথা হেঁট হয়ে যাবে।

কী সেই সংলাপ? ছবিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তানি মেয়েরা বিশ্বের সব জায়গার মেয়েদের মতোই সাহসী কাজকর্মে অভ্যস্ত। কখনও কখনও বাকিদের তুলনায় বেশি সাহসী কাজও তাঁরা করেন।’’ পাকিস্তান মনে করছে, এই সংলাপের মাধ্যমে দেশের সংস্কৃতি এবং সে দেশের মেয়েদের অপমান করা হয়েছে। বিশ্বের কাছে পাকিস্তানের সম্মানকে ছোট করা হয়েছে। পাক সরকারের সে দাবিকেই উড়িয়ে দিয়েছেন মধুর।

পরিচালক এটা পরিষ্কার করে জানিয়েছেন, তাঁর আগের ছবি ‘ফ্যাশন’এর সঙ্গে ‘ক্যালেন্ডার গার্লস’-এর কোনও মিল নেই। ছবিতে ‘আন্ডারডগ’দের গল্প বলা হয়েছে। কিন্তু কেউ যদি বিকিনি শো এক্সপেক্ট করে থাকেন তাহলে তাঁকে হতাশ হতে হবে। মধুরের কথায়, ‘‘পরিচালক হিসাবে বিষয়ের প্রতি সত্ থাকা আমার দায়িত্ব। ক্যালেন্ডার গার্লসরা ৯৯ শতাংশই কেরিয়ার থেকে হারিয়ে যান। হেরে যান জীবনের লড়াইয়ে। আমি তাঁদের গল্পই বলেছি।’’

ছবিতে মূল চরিত্রে রয়েছেন পাঁচ জন মডেল। তাঁরা সকলেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নবাগত। ‘ক্যালেন্ডার গার্লস’-দের ভাগ্য নির্ধারণ এখন দর্শকদের হাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE