জ়ুবিন গার্গের আকস্মিত মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। অসমে শোকের আবহ। প্রয়াত গায়ককে শেষ দেখা দেখতে ভিড় উপচে পড়েছিল গায়কের কাহিলপাড়ার বাড়িতে। গায়কের স্মৃতিতে তাঁর পায়ের ছাপ তুলে রাখলেন শিল্পী দিগন্ত ভারতী। গায়ককে সম্মান জানাতে মোম দিয়ে তৈরি করা হয়েছে গায়কের পাদুকা।
জ়ুবিনের পায়ের ছাপ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। গায়কের ‘অস্তিত্ব’ ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অনুরাগীরা। তবে মোম দিয়ে তৈরি গায়কের পায়ের ছাপের যে ছবি দেখা যাচ্ছে তা দেখে অনেকেই আবেগদীপ্ত হয়ে পড়েছেন।
রবিবার সকালে কফিনবন্দি হয়ে দেশে ফিরেছেন জ়ুবিন। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির পথে নামেন। চোখের জলে তাঁরা বিদায় জানান তাঁদের প্রিয় শিল্পীকে। উল্লেখ্য, সদ্যপ্রয়াত জ়ুবিনের মৃত্যুর শংসাপত্রে স্পষ্ট লেখা, তাঁর জলে ডুবে মৃত্যু হয়েছে। যদিও সংবাদ সংস্থা সূত্রে খবর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মৃত্যুর তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।
সংবাদমাধ্যমকে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, সিঙ্গাপুর হাই কমিশনের তরফে গায়কের মৃত্যুর যে শংসাপত্র পাঠানো হয়েছে তাতে জ়ুবিনের জলে ডুবে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অসম সরকারের তরফে তাদের কাছ থেকে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।