তিনি বলিউডের কিং খান। জীবনযাপনও তাঁর একবারে কিং সাইজ। ‘দামি’ জিনিসপত্রে ভর্তি তাঁর বাড়ির গ্যারাজ থেকে আলমারি। এহেন শাহরুখ খানের জীবনের সবচেয়ে দামি জিনিসটি কি জানেন?
সম্প্রতি একটি বেসরকারি এফএম চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখের বক্তব্য, ‘‘আমি দিল্লির মানুষ। দিল্লির মানুষদের কোঠি অর্থাৎ বাংলোতে বসবাস করার অভ্যাস। কিন্তু মুম্বইতে সবাই অ্যাপার্টমেন্টেই থাকেন।’’
সেই শাহরুখকেও একটা সময় অ্যাপার্টমেন্টেই থাকতে হত। কিন্তু তাঁর মন পড়েছিল একটি বাংলোর দিকে। অনেক খুঁজে শেষমেশ তিনি ‘মন্নত’ খুঁজে পান। আর শহরুখের এই মনপসন্দ বাংলোটিই তাঁর সব থেকে দামি জিনিস। যে বাংলোর বর্তমান মূল্য প্রায় ২০০ কোটি টাকা। আর সেই ‘মন্নত’-এর কাহিনি বলতে গিয়ে মুম্বইতে প্রথম দিনগুলোর কথা বললেন শাহরুখ।