ব্যাপারটা অনেকটা শব্দজব্দর মতো। আগের প্রজন্মের প্রেম সমান সমান এই প্রজন্মের প্রেম। যার হৃদয় আছে, সে কী করে অতীত ভুলে যায়! যার স্মৃতি অটুট, সে কখনও ভুলতে পারে অতীতকে?
অর্ণব আর অদিতি আগের প্রজন্মের। কলেজে অর্ণবের জুনিয়র জয়ী। একটা সময়ে দু’জনের মধ্যেই হাবুডুবু প্রেম ছিল। অর্ণবকে ভালবাসে অদিতি। অর্ণব তা বুঝতে পারলেও সে অসহায়। এ দিকে জয়ীর জীবনে আসে খিলাৎ। উদ্দাম প্রেম, বাগদান এবং শেষে ঘর বাঁধার পথে দু’জনে। আচমকা পথ দুর্ঘটনায় মাথায় চোট পায় খিলাৎ। তার ১০ বছরের স্মৃতি উধাও।