Advertisement
E-Paper

দেশি তারকার বিদেশি প্রেম

যুগে যুগে দেশি নায়ক বা নায়িকাদের মন হরণ করেছেন বিদেশি পাত্রী বা পাত্ররা। কেউ কেউ আবার সাত পাকেও বাঁধা পড়েছেন। ভাষা-বর্ণ-সংস্কৃতির দিক থেকে একেবারে আলাদা পৃথিবীর মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় রয়েছে অ্যাডভেঞ্চারও। সেই জালেই বোধহয় ধরা দিয়েছেন বলিউড হার্টথ্রবেরা...

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ০০:০০
সলমন-ইউলিয়া

সলমন-ইউলিয়া

প্রেম মানে না কোনও গণ্ডি, দেশ-বিদেশের ভৌগোলিক রেখা। বলিউড সেলেবদের ক্ষেত্রেও কথাটি একশো শতাংশ খাঁটি। যুগে যুগে দেশি নায়ক বা নায়িকাদের মন হরণ করেছেন বিদেশি পাত্রী বা পাত্ররা। কেউ কেউ আবার সাত পাকেও বাঁধা পড়েছেন। ভাষা-বর্ণ-সংস্কৃতির দিক থেকে একেবারে আলাদা পৃথিবীর মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় রয়েছে অ্যাডভেঞ্চারও। সেই জালেই বোধহয় ধরা দিয়েছেন বলিউড হার্টথ্রবেরা...

প্রীতি জিন্টা ও জিন গুডএনাফ: নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ৪১ বছর বয়সে ডিম্পল-সুন্দরী প্রীতি বিয়ে করলেন জিনকে। তাঁদের প্রথম আলাপ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন প্রীতির এক ফ্যান। জবাবে নায়িকা বলেন, ‘‘ছ’বছর আগে লস অ্যাঞ্জেলেসের সান্টা মনিকায় প্রথম আমাদের দেখা হয়। তার পর পাঁচ বছরের প্রেম ও শেষে বিয়ে।’’ স্বভাবসিদ্ধ সরসতা বজায় রেখে প্রীতি বলেন, ‘‘এর চেয়ে বেশি তথ্য ফাঁস করব না।’’

সলমন খান-ইউলিয়া ভন্তুর: সলমনের জীবনে কম মহিলা আসেননি। তবে রোমানিয়ার মডেল ইউলিয়া ভন্তুরই এই মুহূর্তে ভাইজানের মনের মানুষ বলে শোনা যায়। তাঁরা একসঙ্গে ক্যামেরার জন্য পোজ না দিলেও সলমনের পারিবারিক অনুষ্ঠানে প্রায়ই দেখা মেলে ইউলিয়ার। তাঁর হিন্দি শিক্ষক হিসেবেও এসেছে সলমনের নাম।

শ্রুতি হাসন-মাইকেল কর্সেল: কমল হাসন-তনয়া প্রেম নিয়ে কখনও মুখ খোলেননি। তবে এই বছরেই বেশ কয়েক বার মাইকেলের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। প্রেমিকার সঙ্গে ভ্যালেন্টাইন উইকএন্ড কাটাতে ভারতে এসেছিলেন লন্ডনের এই থিয়েটার অভিনেতা। তিনি ইতালীয় বংশোদ্ভূত। এক তামিল অভিনেতার বিয়ের অনুষ্ঠানে শ্রুতি ও মাইকেলকে একসঙ্গে দেখা গিয়েছে। সেখানে হাজির ছিলেন শ্রতির বাবাও। পরিবারের তরফেও এই সম্পর্কে বিশেষ আপত্তি নেই।

ইলিয়ানা ডি’ক্রুজ ও অ্যানড্রিউ নিবোন: বলিউড অভিনেত্রী ইলিয়ানা তাঁর প্রেম নিয়ে বেশ সোজাসাপটা। অস্ট্রেলীয় ফোটোগ্রাফার বয়ফ্রেন্ড অ্যানড্রিউয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়শই ছবি দেন। বিয়ের প্রসঙ্গ উঠলেই নায়িকা বলেন, ‘‘লিভ-ইন আর বিয়ের মধ্যে খুব একটা ফারাক দেখি না। এক টুকরো কাগজেই যা বদল আসে। তবে অ্যানড্রিউর প্রতি কমিটমেন্টে কোনও বদল আসবে না।’’

সেলিনা জেটলি-পিটার হাগ: অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের পর বিয়ে করে‌ন সেলিনা জেটলি। বিয়ের পর কখনও সিঙ্গাপুর বা দুবাই তাঁদের ঠিকানা। ২০১২-য় সেলিনা-পিটারের পরিবারে আসে যমজ ছেলে বিরাজ ও উইনস্টিন। এই বছরেও ফের দুই যমজ ছেলের মা হন সেলিনা। তবে দুর্ভাগ্যবশত একটি সন্তানের মৃত্যু হয়।

এই ট্রেন্ড কিন্তু নতুন নয়। নীনা গুপ্ত- ভিভিয়ান রিচার্ডস, শশী কপূর-জেনিফার কেন্ডাল, কবীর বেদী-সুজান... বার বারই দেশি মনে লেগেছে বিদেশি রঙের ছোঁয়াচ।

Relationship Celebrities Bollywood Foreigners Salman Khan Preity Zinta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy