Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Entertainment News

মিয়া খলিফা থেকে পুনম পান্ডে...বিগ বস-কে ‘না’ বলেছিলেন যাঁরা

‘বিগ বস’ মানেই চড়চড়িয়ে বেড়ে যাওয়া টিআরপি আর তুমুল জনপ্রিয়তা। কিন্তু তার পরেও এই ঘরে ঢোকার লোভনীয় প্রস্তাবকে সপাট ‘না’ বলেছিলেন এই তারকারা। ফিরিয়ে দিয়েছিলেন মোটা অঙ্কের টাকার প্রলোভনও। কারা তাঁরা। দেখে নেওয়া যাক গ্যালারি থেকে—

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৫
Share: Save:
০১ ১৪
‘বিগ বস’ মানেই চড়চড়িয়ে বেড়ে যাওয়া টিআরপি আর তুমুল জনপ্রিয়তা। কিন্তু তার পরেও এই ঘরে ঢোকার লোভনীয় প্রস্তাবকে সপাট ‘না’ বলেছিলেন এই তারকারা। ফিরিয়ে দিয়েছিলেন মোটা অঙ্কের টাকার প্রলোভনও। কারা তাঁরা। দেখে নেওয়া যাক গ্যালারি থেকে—

‘বিগ বস’ মানেই চড়চড়িয়ে বেড়ে যাওয়া টিআরপি আর তুমুল জনপ্রিয়তা। কিন্তু তার পরেও এই ঘরে ঢোকার লোভনীয় প্রস্তাবকে সপাট ‘না’ বলেছিলেন এই তারকারা। ফিরিয়ে দিয়েছিলেন মোটা অঙ্কের টাকার প্রলোভনও। কারা তাঁরা। দেখে নেওয়া যাক গ্যালারি থেকে—

০২ ১৪
কর্ণ সিংহ গ্রোভার:
ছোট পর্দার জনপ্রিয় তারকা কর্ণ। সম্প্রতি বিয়ে করেছেন অভিনেত্রী বিপাশা বসুকে। ‘বিগ বস’-এর অফার ফিরিয়ে দিয়েছিলেন কর্ণ। সেই সময় কর্ণ জানিয়েছিলেন, তিনি একজন প্রাইভেট পার্সন। তাই ২৪X৭ ক্যামেরার সামনে ধরা দেওয়াটা তাঁর পক্ষে অসম্ভব। ‘‘আই নিড মাই স্পেস’’— বলেছিলেন কর্ণ।

কর্ণ সিংহ গ্রোভার: ছোট পর্দার জনপ্রিয় তারকা কর্ণ। সম্প্রতি বিয়ে করেছেন অভিনেত্রী বিপাশা বসুকে। ‘বিগ বস’-এর অফার ফিরিয়ে দিয়েছিলেন কর্ণ। সেই সময় কর্ণ জানিয়েছিলেন, তিনি একজন প্রাইভেট পার্সন। তাই ২৪X৭ ক্যামেরার সামনে ধরা দেওয়াটা তাঁর পক্ষে অসম্ভব। ‘‘আই নিড মাই স্পেস’’— বলেছিলেন কর্ণ।

০৩ ১৪
শামা সিকন্দর:
টেলিভিশন সেলেব শামাকেও অফার দেওয়া হয়েছিল এই শো-তে আসার জন্য। কিন্তু শামা জানিয়েছিলেন, এই শোয়ের ঝগড়ার কারণ তিনি বোঝেন না। এমনকী নিজেকে এই শোয়ের উপযুক্ত প্রতিযোগী বলে মনেও করেন না তিনি।

শামা সিকন্দর: টেলিভিশন সেলেব শামাকেও অফার দেওয়া হয়েছিল এই শো-তে আসার জন্য। কিন্তু শামা জানিয়েছিলেন, এই শোয়ের ঝগড়ার কারণ তিনি বোঝেন না। এমনকী নিজেকে এই শোয়ের উপযুক্ত প্রতিযোগী বলে মনেও করেন না তিনি।

০৪ ১৪
সোফি চৌধুরি:
সোফিকে যখন এই শোয়ে আসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, সোফি জানিয়েছিলেন, ‘‘এই প্রতিযোগিতায় প্রতিভা দেখানোর সুযোগ নেই, এটা একটা মানসিক খেলা। আমি খুবই আবেগপ্রবণ। আমি কোনও বিতর্কিত বিষয়ে অংশ নিতে পারব না।’’

সোফি চৌধুরি: সোফিকে যখন এই শোয়ে আসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, সোফি জানিয়েছিলেন, ‘‘এই প্রতিযোগিতায় প্রতিভা দেখানোর সুযোগ নেই, এটা একটা মানসিক খেলা। আমি খুবই আবেগপ্রবণ। আমি কোনও বিতর্কিত বিষয়ে অংশ নিতে পারব না।’’

০৫ ১৪
ইভলিন শর্মা:
বেশিদিন একটা বদ্ধ জায়গায় আটকে থাকতে পারবেন না বলে ‘বিগ বস’-এর অফার ফিরিয়ে দিয়েছিলেন ইভলিন।

ইভলিন শর্মা: বেশিদিন একটা বদ্ধ জায়গায় আটকে থাকতে পারবেন না বলে ‘বিগ বস’-এর অফার ফিরিয়ে দিয়েছিলেন ইভলিন।

০৬ ১৪
সুরভিন চাওলা:
সুরভিন জানিয়েছিলেন, এই শো দেখতে তিনি খুবই ভালবাসেন। কিন্তু নিজেকে এই ধরনের শোয়ের জন্য প্রস্তুত করতে পারেননি সুরভিন। তাই ফিরিয়ে দিয়েছিলেন অফার।

সুরভিন চাওলা: সুরভিন জানিয়েছিলেন, এই শো দেখতে তিনি খুবই ভালবাসেন। কিন্তু নিজেকে এই ধরনের শোয়ের জন্য প্রস্তুত করতে পারেননি সুরভিন। তাই ফিরিয়ে দিয়েছিলেন অফার।

০৭ ১৪
মিয়া খলিফা:
মিয়া নাকি ‘বিগ বস’-এ আসছেন, খবর রটেছিল এমনটাই। কিন্তু সেই গুজবকে উড়িয়ে দিয়ে টুইটে মিয়া জানান, ‘‘আমি কখনওই ভারতে যাব না। ফলে গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।’’

মিয়া খলিফা: মিয়া নাকি ‘বিগ বস’-এ আসছেন, খবর রটেছিল এমনটাই। কিন্তু সেই গুজবকে উড়িয়ে দিয়ে টুইটে মিয়া জানান, ‘‘আমি কখনওই ভারতে যাব না। ফলে গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।’’

০৮ ১৪
রাধে মা:
‘বিগ বস’ সিজন ৯-এ আসার জন্য স্বঘোষিত ধর্মগুরু রাধে মা-কেও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু খালি হাতেই চ্যানেল কর্তৃপক্ষকে ফিরিয়েছিলেন তিনি।

রাধে মা: ‘বিগ বস’ সিজন ৯-এ আসার জন্য স্বঘোষিত ধর্মগুরু রাধে মা-কেও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু খালি হাতেই চ্যানেল কর্তৃপক্ষকে ফিরিয়েছিলেন তিনি।

০৯ ১৪
পুনম পান্ডে:
শোনা যায়, ‘বিগ বস’-এর ঘরে থাকার জন্য নাকি ৩ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল পুনমকে। কিন্তু অফার করা টাকার অঙ্ক নাকি মনে ধরেনি পুনমের। সেই কারণেই এই প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি।

পুনম পান্ডে: শোনা যায়, ‘বিগ বস’-এর ঘরে থাকার জন্য নাকি ৩ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল পুনমকে। কিন্তু অফার করা টাকার অঙ্ক নাকি মনে ধরেনি পুনমের। সেই কারণেই এই প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি।

১০ ১৪
তসলিমা নাসরিন:
‘বিগ বস’ সিজন ৯-এ আসার প্রস্তাব নাকি পেয়েছিলেন এই বিতর্কিত লেখিকাও। কিন্তু এই খেলার নিয়ম বা ধরন কোনওটাই পছন্দ ছিল না তসলিমার। তাই ফিরিয়ে দিয়েছিলেন প্রস্তাব।

তসলিমা নাসরিন: ‘বিগ বস’ সিজন ৯-এ আসার প্রস্তাব নাকি পেয়েছিলেন এই বিতর্কিত লেখিকাও। কিন্তু এই খেলার নিয়ম বা ধরন কোনওটাই পছন্দ ছিল না তসলিমার। তাই ফিরিয়ে দিয়েছিলেন প্রস্তাব।

১১ ১৪
হানি সিংহ:
‘বিগ বস’ সিজন ৬-এর অফার ফিরিয়ে দিয়েছিলেন এই জনপ্রিয় এই গায়ক। প্রস্তাবিত টাকার অঙ্ক না-পসন্দ ছিল হানির।

হানি সিংহ: ‘বিগ বস’ সিজন ৬-এর অফার ফিরিয়ে দিয়েছিলেন এই জনপ্রিয় এই গায়ক। প্রস্তাবিত টাকার অঙ্ক না-পসন্দ ছিল হানির।

১২ ১৪
নেহা ধুপিয়া:
সর্বক্ষণ ক্যামেরার নজরদারিতে থাকা একদম পছন্দ করেন না নেহা। তাই ফিরিয়ে দিয়েছিলেন এই খেলায় যোগদানের অফার।

নেহা ধুপিয়া: সর্বক্ষণ ক্যামেরার নজরদারিতে থাকা একদম পছন্দ করেন না নেহা। তাই ফিরিয়ে দিয়েছিলেন এই খেলায় যোগদানের অফার।

১৩ ১৪
সাইনি আহুজা:
বিতর্কে বড় ভয় সাইনির। তাই ‘বিগ বস’ সিজন ৯, ১০-এ অংশ নেওয়ার সুযোগ পেলেও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

সাইনি আহুজা: বিতর্কে বড় ভয় সাইনির। তাই ‘বিগ বস’ সিজন ৯, ১০-এ অংশ নেওয়ার সুযোগ পেলেও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

১৪ ১৪
সোনারিয়া ভাদোরিয়া:
‘দেবো কি দেব মহাদেব’ সিরিয়ালে পার্বতী হয়েছিলেন সোনারিয়া। কিন্তু ব্যাক্তিগত জীবনকে সবার সামনে নিয়ে আসা পছন্দ করেন না তিনি। ফলে ফিরিয়ে দিয়েছিলেন লোভনীয় প্রস্তাব।

সোনারিয়া ভাদোরিয়া: ‘দেবো কি দেব মহাদেব’ সিরিয়ালে পার্বতী হয়েছিলেন সোনারিয়া। কিন্তু ব্যাক্তিগত জীবনকে সবার সামনে নিয়ে আসা পছন্দ করেন না তিনি। ফলে ফিরিয়ে দিয়েছিলেন লোভনীয় প্রস্তাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy