
বয়স হলে নাকি চেহারায় তার ছাপ পড়ে। অথচ বছরের পর বছর সিলভার স্ক্রিনে কাজ করার পর যেন এঁদের বয়স কমছে, বাড়ছে গ্ল্যামার। টেলিভিশনের প্রথম দিনগুলির সঙ্গে মিল প্রায় নেই বললেই চলে। এক ধারাবাহিক থেকে আরেক ধারাবাহিকে আমূল পরিবর্তনও ঘটে গিয়েছে সেই তারকাদের। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সব সেলেবদের পরিবর্তনের কাহিনি।

২০০৯ সালে ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলতা হ্যয়’ সিরিয়াল থেকে জনপ্রিয় হয়েছিলেন হিনা খান। অক্ষরার চরিত্রে অভিনয় করে একাধিক পুরস্কারও জিতেছিলেন হিনা। কিন্তু সেই সিরিয়ালের হিনার লুক পরবর্তী কালে অনেকটাই পাল্টে গিয়েছিল। পরে ‘বিগ বস’ হাউসেও ঝড় তুলেছিলেন এই অভিনেত্রী। ‘খতরো কে খিলাড়ি’ তেও দেখা গিয়েছিল হিনা খানকে।