অভিনেত্রী হওয়ার আগে হোটেলের বাথরুমও পরিষ্কার করেছেন মাহিরা খান!
রণবীর কপূরের সঙ্গে মাহিরা খানের সম্পর্ক নিয়ে সম্প্রতি বি-টাউনে জোর জল্পনা চলছে। কয়েক দিন আগে পাকিস্তানি এই অভিনেত্রীর সঙ্গে নিউ ইয়র্কের এক রেস্তোরাঁর বাইরে রণবীরের সিগারেট খাওয়ার ছবি ভাইরালও হয়েছে। তবে আর পাঁচ জন অভিনেত্রীর মতো মাহিরার জীবন শুরু হয়নি। বরং বেশ অন্যরকম। এক ঝলকে দেখে নিন অভিনেত্রী মাহিরার জার্নি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৭ ১৪:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে বলিউডি অভিষেক পাকিস্তানের সুপারস্টার মাহিরা খানের।
০২০৮
মাহিরা পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান।
০৩০৮
করাচিতে পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে যান মাহিরা। মাঝ পথে পড়াশোনা ছেড়ে অভিনয় জীবন শুরু করেন।
০৪০৮
অভিনয় জগতে প্রবেশের আগে রেস্তোরাঁয় ওয়েট্রেসের কাজ করতেন মাহিরা। ঘর ঝাড়া থেকে বাথরুম পরিষ্কার— সব কাজই করতে হয়েছে মাহিরাকে।
০৫০৮
পরে একটি দোকানেও কাজ করেছেন মাহিরা। সেখানেও ঘর ঝাড়া, ঘর মোছার কাজ করেছেন মাহিরা।
০৬০৮
লস অ্যাঞ্জেলসে থাকাকালীন আলি নামে এক জনের সঙ্গে বাড়ির অমতে বিয়ে করেছিলেন মাহিরা। ২০১৫ সালে বিবাহ বিচ্ছেদ হয় মাহিরার। সেই থেকেই তিনি এক জন সিঙ্গল মাদার।
০৭০৮
ছেলে আজলানই তাঁর জীবনের সব কিছু। ইনস্টাগ্রামে ছবি দিয়ে এ কথাই লিখেছেন নায়িকা।
০৮০৮
সম্প্রতি রণবীর কপূরের সঙ্গে নিউ ইয়র্কের রাস্তায় সিগারেট খাওয়ার এই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।