বলিউডের ‘কিউট’ বাবা-ছেলের তালিকায় শাহরুখ খান এবং আব্রামের নাম প্রথম সারিতে থাকবে। তাঁদের ছবিও তুমুল জনপ্রিয় ওয়েব দুনিয়ায়। তবে এ বার তাঁদের একেবারে অন্যরকম ছবি শেয়ার করলেন খোদ গৌরি খান।
আইপিএল ম্যাচে গ্যালারিতে শাহরুখ-আব্রামের এই ছবিটি একসময় বেশ জনপ্রিয় হয়েছিল। সেই ছবিটি এডিট করা হয়েছে। গৌরি জানিয়েছেন, আব্রাম পুরোপারি ‘ড্যাডিস্ কিড’। তাই তাঁদের স্পেশাল মোমেন্ট আরও স্পেশাল করে রাখতে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরি।