২০২০ সালের শেষ ঘণ্টায় আপনার কাছে আসবেন টাইগার।
অ্যাঞ্জেলোর ডেভিডের মতো সিজলিং সিক্সপ্যাক আর ধারালো ‘জ্য লাইন’ নিয়ে। নাচবেন। নাচাবেন। আগুন লাগাবেন...আপনার ব্যক্তিগত স্মার্টফোনের পর্দায়।
৩১ ডিসেম্বর ঠিক রাত ১১টায় হতে চলেছে এই ধামাকা। অন্তত টিজারে তেমনই আভাস দিয়েছেন টাইগার।