সোমরাজ মাইতি। ছবি: সংগৃহীত।
আড়াই বছর আগে ‘জিয়ন কাঠি’ সিরিয়ালে শেষ দেখা গিয়েছিল অভিনেতা সোমরাজ মাইতিকে। মাঝে কেটে গিয়েছে বেশ কিছু বছর। এই মুহূর্তে ছোট পর্দায় কাজ করবেন না বলেই ভেবেছিলেন নায়ক। ঝুলিতে ছিল বেশ কিছু বড় পর্দার কাজও। এরই মাঝে আবার ঠিক করে ফেললেন যে ছোট পর্দায় ফিরবেন। পেলেন মনের মতো গল্পও। আনন্দবাজার অনলাইনকে জানালেন সোমরাজ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নায়কের নতুন সিরিয়ালের প্রোমো। নতুন সিরিয়ালের নাম ‘চিনি’। নায়িকা একেবারে নতুন। তাঁর নাম ইন্দ্রাণী ভট্টাচার্য। প্রেম এবং রহস্যের মিশেলে তৈরি হয়েছে সিরিয়ালের গল্প।
নতুন কাজ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে সোমরাজ বলেন, “মাঝের চার মাস আমি কোনও কাজ করিনি। সে সময়ই আমার কাছে এই কাজের সুযোগটি আসে। গল্পটি শুনেই আমার বেশ ভাল লেগেছিল। আর তা ছাড়া সিরিয়াল খুব সহজেই দর্শকের মনে জায়গা করে নিতে পারে। ছোট পর্দায় কাজ করব না এমন সিদ্ধান্ত আমি কখনও নিইনি। সঠিক কাজের অপেক্ষায় ছিলাম।”
উল্লেখ্য, আয়ুশী তালুকদারের সঙ্গে দীর্ঘ দিনের প্রেম সোমরাজের। নিজেদের প্রেম নিয়ে বরাবরই স্পষ্টবক্তা অভিনেতা। তাই বিয়ে প্রসঙ্গ উঠতেই নায়ক জানালেন ২০২৯ সালের আগে তিনি বিয়ে করবেন না। আপাতত দু’জনেই কাজে মন দিতে চান ।
কিছু দিন আগে পর্যন্ত ছোট পর্দায় কাজ করবেন না বলে স্থির করেছিলেন অভিনেতা সোমরাজ মাইতি। বেশ কিছু ছবি রয়েছে তাঁর ঝুলিতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy