কয়েক দিন আগেই জানিয়েছিলেন, বিয়ের পরের জীবনটা এনজয় করছেন। তবে এই এনজয়মেন্টের মধ্যে যে আরও একটা জিনিস পড়ে, তা বোঝা গেল এ বার। টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বেশ এনজয় করছেন এই বিষয়টিও, সেটা বোঝা গেল তাঁর একটি ভিডিয়ো পোস্টেই।
কিন্ত কী করছিলেন নায়িকা? কিসের ভিডিয়ো পোস্ট করেছেন তিনি?
গত মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন তিনি। প্রি-ম্যারেজ ফেজ কাটিয়ে এখন পোস্ট ম্যারেজ ফেজ চলছে তাঁর। বিয়ের আগে শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘হনিমুন’। আর বিয়ের পর প্রথম মুক্তি পেতে চলেছে ‘রসগোল্লা’। যদিও খুব কম সময়ের জন্যই পর্দায় দেখা যাবে তাঁকে।
তবে এত কিছুর মাঝেও নিজের যত্ন নিতে কিন্তু ভুলছেন না তিনি। নিয়মিত শরীরচর্চা করছেন, জিমে যাচ্ছেন। ভারী লোহার বল নিয়ে ওয়ার্ক আউট করছেন।
আরও পড়ুন: ঈশার সঙ্গে নীতা অম্বানীর বিয়ের এই সব মিল রয়েছে!
শুভশ্রী ওয়ার্ক আউটের ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। প্রায় ১৪ হাজার লাইক পড়ে ভিডিয়োটিতে। অভিনেত্রী হওয়ার জন্য নিজের যত্ন নেওয়াও প্রয়োজন, এ কথা আগে অনেক বার বলেছেন শুভশ্রী।
Let’s play with the bell #crossfit @rajivsculler
ভিডিয়ো ছাড়াও ওয়ার্ক আউট ও স্ট্রেচিংয়ের পর নিজের একটি ছবি পোস্ট করেন শুভশ্রী। জিমের পোশাকেই ছিলেন নায়িকা। ফ্লুরোসেন্ট রঙের জিম শু, ছাই রঙের টি শার্ট, কালো ট্রাউজার পরনে শুভশ্রীকে যথেষ্ট গ্ল্যামারাস লেগেছে নেটদুনিয়ার।
কেউ কেউ লিখেছেন, বিয়ের পর গ্ল্যামার বেড়ে গিয়েছে নায়িকার। অনেকেই লিখেছেন, মেক-আপ ছাড়া একেবারে ‘নেক্সট ডোর গার্ল’ শুভশ্রী। বেশ লাগছে তাঁকে।
আরও পড়ুন: একঝাঁক ডলফিনের সঙ্গে বিবাহবার্ষিকী কাটালেন বিরুষ্কা!
বিয়ের পর প্রথম বড়দিন আসছে। সেটিও খুবই স্পেশ্যাল শুভশ্রীর কাছে। কারণ ‘রসগোল্লা’ মুক্তির দিনই মুক্তি পাবে রাজ চক্রবর্তীর ছবি ‘অ্যাডভেঞ্চারস অব জোজো’। অর্থাত্ বক্স অফিসে স্বামী-স্ত্রী একই সঙ্গে। সেটাও এনজয় করছেন নায়িকা।