রাত পোহালেই নতুন বছর। নতুন করে শুরু সব কিছু। বছর শুরুর আগেই নিউ ইয়ার উইশ করলেন সেলেবরা।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে ভাল থাকাটাই সবচেয়ে বড় কথা। আত্মীয়-বন্ধু সকলের সুস্থ থাকার উইশ করেছেন তিনি।
আবির চট্টোপাধ্যায় জানালেন, নতুন বছরে কোনও রেজোলিউশন নেই। কারণ বেশ কিছু বছর রেজোলিউশন নিয়েও রাখতে পারেননি। তাই রেজোলিউশন না নেওয়াটাই তাঁর ২০১৮-র রেজোলিউশন।