Advertisement
E-Paper

বাংলা সিনেমায় কল্পবিজ্ঞান! জিতের ‘বুমেরাং’ কী ভাবে সামলাবেন পরিচালক?

এই প্রথম জিৎ-রুক্মিণী জুটি পেতে চলেছে টলিউড। ‘বুমেরাং’ ছবিটি প্রসঙ্গে নিজের মনের কথা আনন্দবাজার অনলাইনকে শোনালেন পরিচালক সৌভিক কুণ্ডু।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৩:৫২
Jeet and Rukmini

জিৎ-রুক্মিণী। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে তাঁর ব্যস্ততা তুঙ্গে। কারণ বৃহস্পতিবার থেকে তৃতীয় ছবি ‘বুমেরাং’-এর শুটিং শুরু করছেন পরিচালক সৌভিক কুণ্ড। ছবিতে মুখ্য চরিত্রে এই প্রথম জুটি বাঁধছেন জিৎ এবং রুক্মিণী মৈত্র। এর আগে জিতের প্রযোজনা সংস্থার অধীনে কাজ করলেও অভিনেতা হিসেবে জিৎকে এই প্রথম পাচ্ছেন পরিচালক। এতটা দেরি হল কেন? সৌভিক বলছিলেন, ‘‘আসলে আমি বিশ্বাস করি, সময়ই শেষ কথা বলে। এর আগেও আমি জিৎদাকে বেশ কিছু গল্প শুনিয়েছিলাম। গল্পও দাদার পছন্দ হয়েছিল। কিন্তু কোনও কারণে সেটা বাস্তবায়িত হয়নি।’’

এই ছবির নাম নিয়ে কৌতূহল জেগেছে। ছবির বিষয় কী? এই প্রসঙ্গে আপাতত মুখে কুলুপ এঁটেছেন পরিচালক। তবে আনন্দবাজার অনলাইনের কাছে আভাস দিলেন, ‘‘সায়েন্স ফিকশন কমেডি। বাংলায় এই ধরনের ছবি খুবই কম হয়েছে।’’ পরিচালকের বক্তব্যের সূত্রেই মনে পড়ছিল ‘পাতালঘর’ ছবির কথা। সৌভিক কিন্তু তাঁর ছবিকে সপরিবারে উপভোগ করার মতো উল্লেখ করলেন। সঙ্গে বললেন, ‘‘এই ছবিটা ছোটদের নয়, তবে ছোটরা দেখলেও মজা পাবে। খুবই সাধারণ একজন মানুষ যদি অসাধারণ কিছু আবিষ্কার করে, তা হলে কী হয়, এ রকমই একটি প্রশ্ন তোলা হবে ছবিতে।’’

Tollywood director Sauvik Kundu shares his thought about his new film Boomerang before shooting kick off

(বাঁ দিক থেকে) ‘বুমেরাং’ ছবির মহরতে রুক্মিণী মৈত্র, সৌভিক কুণ্ডু এবং জিৎ। ছবি: সংগৃহীত।

সৌভিক নিজেও কল্পবিজ্ঞানের ভক্ত। ছোট থেকেই এই ঘরানার সাহিত্য এবং ছবিতে তাঁর অবাধ যাতায়াত। বললেন, ‘‘সাধারণত সাই-ফাই বললেই একা হলিউড ঘরানার বিশাল প্রেক্ষাপট চোখের সামনে ভেসে ওঠে। তার বাইরেও কিন্তু কল্পবিজ্ঞানের ছবি তৈরি করা যায়। এই ছবিতে আমরা সে রকমই কিছু করতে চাইছি।’’

লক্ষণীয়, দীর্ঘ দিন পর ‘বুমেরাং’-এর মাধ্যমে অ্যাকশন অবতার থেকে বেরিয়ে আসছেন জিৎ। এর আগে ‘বাচ্চা শ্বশুর’ এবং ‘অসুর’-এর মতো ছবিতেও এই প্রচেষ্টা করেছিলেন টলিউডের ‘বস’। সৌভিকের কথায়, ‘‘অবশ্যই এই ছবিতে ওঁকে অন্য ভাবে পাবেন দর্শক। তবে জিৎদার অ্যাকশন অবতারের যাঁরা ভক্ত, তাঁরাও কিন্তু ছবিটা দেখলে নিরাশ হবেন না।’’

সৌভিক জানালেন, কল্পবিজ্ঞান নির্ভর গল্প বলেই ছবিতে থাকবে উন্নত ভিএফএক্স। তাঁর কথায়, ‘‘এমন কিছু দৃশ্য তৈরির চেষ্টা করছি যেটা হয়তো এর আগে বাংলা ছবিতে দেখা যায়নি।’’ ছবির অন্য জুটিতে রয়েছেন সত্যম ভট্টাচার্য এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। এ ছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ। পরিচালকের ডান হাতে প্লাস্টার এখনও দৃশ্যমান। এই পরিস্থিতিতে শুটিং করতে পারবেন? সৌভিক হেসে বললেন, ‘‘চিকিৎসকেরা তো বলেছেন এখনও ঠিক হতে সময় লাগবে। কিন্তু আমি শুটিং বন্ধ করার পক্ষপাতী নই। শুরু হোক, তার পর অবস্থা বুঝে ব্যবস্থা।’’

Jeet Tollywood Actors New Bengali Film Rukmini Maitra Boomerang
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy