Tribute to Kishore Kumar on his 88th birth anniversary dgtl
URL Copied
বিনোদন
দু’হাজারের বেশি গান গেয়ে মাত্র ৮ বার সেরা গায়ক হয়েছিলেন কিশোর কুমার
নিজস্ব প্রতিবেদন
০৪ অগস্ট ২০১৭ ১৫:৫১
Advertisement
১ / ৮
১৯২৯ সালের ৪ অগস্ট মধ্যপ্রদেশের খান্ডোয়াতে জন্ম হয় কিশোর কুমারের। আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। আজ তাঁর ৮৮তম জন্মবার্ষিকী। (ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে)।
২ / ৮
বম্বে টকিজে দাদা অশোক কুমারের সঙ্গে প্রথম কোরাস গাওয়ার সময় নিজের নাম আভাস থেকে কিশোর করে নেন তিনি। (ছবিতে লতা মঙ্গেশকরের সঙ্গে)।
Advertisement
Advertisement
৩ / ৮
কোনও দিন গান শেখার কোনও প্রথাগত ট্রেনিং ছিল না কিশোরের। কে এল সায়গলকে নিজের গুরু মানতেন কিশোর। (ছবিতে ছেলে অমিতের সঙ্গে গান রেকর্ড করছেন)।
৪ / ৮
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কান্ট্রি সিঙ্গার জিমি রডগার্স ও টেক্স মর্টনের থেকে অনুপ্রাণিত হয়ে কিশোর কুমার ‘ইয়ডলিং’ শিখেছিলেন। (ছবিতে আর ডি বর্মণের সঙ্গে)
Advertisement
৫ / ৮
এত বড় মাপের এক জন ভার্সেটাইল সিঙ্গার। সারা জীবন ধরে প্রায় দু’হাজারেরও বেশি গান গেয়েছেন। অথচ ঝুলিতে মাত্র আটটি ফিল্মফেয়ার অ্যাওয়র্ড পেয়েছেন কিশোর।
৬ / ৮
অভিনয়েও নজর কেড়েছিলেন কিশোর। ঋষিকেশ মুখোপাধ্যায় ‘আনন্দ’ ছবির জন্য প্রথম মেহমুদ ও কিশোরকেই ভেবেছিলেন। (ছবিতে হেলেনের সঙ্গে)
৭ / ৮
জীবনে মোট চার বার বিয়ে করেছেন কিশোর কুমার। রুমা গুহ ঠাকুরতা, মধুবালা, যোগীতা বালি, লীনা চন্দাভরকর কিশোরের চার স্ত্রী। (ছবিতে যোগীতা বালির সঙ্গে)