Advertisement
E-Paper

‘পৃথিবীর দিকে জিভ দেখাতে চাই’, কেন মা কালীর রূপ ধারণ করতে চান টুইঙ্কল খন্না?

গ্রিক পুরাণ নিয়েও তাঁরা আলোচনা করেন সেই অনুষ্ঠানে। অমিশের মতে, গ্রিক পুরাণে দেবতারা সৃজনশীলতায় উৎসাহ দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৩:৫৩
Twinkle Khanna said that she wants to become Ma Kali if she was given a chance

কালী হতে চান টুইঙ্কল! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মা কালীর রূপ ধারণ করতে চান টুইঙ্কল খন্না। সম্প্রতি এক আলোচনাসভায় নিজেই জানালেন অভিনেত্রী। অভিনয়কে বহু বছর আগেই বিদায় জানিয়েছেন টুইঙ্কল। নিজেই স্বীকার করেছিলেন, অভিনয় দক্ষতা তাঁর নেই। বর্তমানে লেখালিখি তাঁর পেশা। তার পাশাপাশি উদ্যোগপতি হিসেবেও পরিচিত তিনি। এক আলোচনাসভায় লেখক অমিশ ত্রিপাঠীর মুখোমুখি হয়েছিলেন টুইঙ্কল। সেখানেই উঠে আসে বিভিন্ন দেবদেবী নিয়ে আলোচনা।

টুইঙ্কল অমিশকে প্রশ্ন করেছিলেন, “সুযোগ পেলে আপনি কোন দেবতার রূপ ধারণ করতে চাইবেন?” প্রশ্ন করে নিজেই তিনি বলেন, “আমি কালীর রূপ ধারণ করতে চাই। সারা বিশ্বের দিকে আমি জিভ বার করে দেখাতে চাই।” টুইঙ্কলের উত্তর শুনে অমিশ জানান, কালী খুবই শক্তিশালী দেবী। টুইঙ্কল জানান, তিনি বিষয়টি জেনেই কালীর কথা বলেছেন।

গ্রিক পুরাণ নিয়েও তাঁরা আলোচনা করেন সেই অনুষ্ঠানে। অমিশের মতে, গ্রিক পুরাণে দেবতারা সৃজনশীলতায় উৎসাহ দেন। তবে টুইঙ্কল দাবি করেন, শুধু আধ্যাত্মিকতায় বিশ্বাস নয়, ভাল লেখক হতে গেলে জীবনে নিয়মানুবর্তিতা বজায় রাখা জরুরি। প্রতিনিয়ত লেখালিখির মধ্যে থাকা উচিত। মনসংযোগ হারালেও কী ভাবে লেখালিখিতে নিমজ্জিত থাকতে হয়, সেই অনুশীলন করা উচিত। এগুলো মেনে চললে ঈশ্বরের আশীর্বাদ এমনিই চলে আসে।

টুইঙ্কলের কথায়, “কিছু নিয়ম মেনে চলতেই হবে। রোজ নির্দিষ্ট একটি সময়ে টেবিলে চেয়ারে এসে বসতে হবে। মন অন্য দিকে গেলেও, তাকে লেখালিখির মধ্যেই টেনে আনতে হবে। নিজের কাজ করে যেতে হবে।” মানুষ হিসেবে উন্নততর হয়ে ওঠার জন্যও নিজেকে লেখালিখির মধ্যে রাখা প্রয়োজন বলেও মনে করেন অভিনেত্রী।

Twinkle Khanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy