Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Shah Rukh Khan

শরীর দেখানো নাচ আর কত দিন? ‘পাঠান’-এর দ্বিতীয় গানে লক্ষ্য এ বার শাহরুখ

গান অপছন্দ হওয়ার পাশাপাশি শাহরুখের শরীর দেখানো নিয়েও মন্তব্য শোনা গেল এ বার। ছেঁড়াখোঁড়া পোশাকে পেশি দেখিয়ে মন জয় করার দিন শেষ, ‘বাদশা’র উদ্দেশে সেই বার্তাই দিতে চাইলেন অনেকে।

একঘেয়ে নাচের মুদ্রায় কোমর সামনে-পিছনে করে আর কত দিন চলবে বলিউডি গান? সেই প্রশ্নই সংক্রামিত হল ‘ঝুমে যো পাঠান’-এ।

একঘেয়ে নাচের মুদ্রায় কোমর সামনে-পিছনে করে আর কত দিন চলবে বলিউডি গান? সেই প্রশ্নই সংক্রামিত হল ‘ঝুমে যো পাঠান’-এ। ছবি:ইনস্টাগ্রাম

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ১৭:৫৭
Share: Save:

‘বেশরম রং’ নিয়ে হইচইয়ের পর এসে পড়ল ‘পাঠান’-এর পরের গান, ‘ঝুমে যো পাঠান’। এখানেও শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের রোম্যান্স-দৃশ্য, তবে ইতিবাচক প্রতিক্রিয়া এল না। ‘ঝুমে যো পাঠান’ নিয়ে বিতর্ক শুরু হওয়া দূরে থাক, কেউ কেউ মনে করছেন পাতে দেওয়ার যোগ্যই নয় গানটি। দৃশ্যনির্মাণ মামুলি, গানের সুরও হৃদয় ছুঁল না, হতাশ শাহরুখ অনুরাগীরাও।

সমাজমাধ্যমে মন্তব্য ভেসে এল, “প্রীতম (বলিউডের সুরকার) কে ডাকতে পারতেন, অন্য জায়গা থেকে নকল করলেও অন্তত ভাল সুর শোনাতে পারেন তিনি।” কেউ সরাসরি বললেন, “খুব খুব খারাপ গান!” আবার কেউ আক্ষেপভরে লিখলেন, “সিনেমাটা খারাপ হবে জানি, অন্তত কিছু ভাল গান তো থাকতে পারত!”

গান অপছন্দ হওয়ার পাশাপাশি শাহরুখের শরীর দেখানো নিয়েও মন্তব্য শোনা গেল এই বার। বুকখোলা ছেঁড়াখোঁড়া পোশাকে পেশি দেখিয়ে মন জয় করার দিন শেষ, ‘বাদশা’র উদ্দেশে সেই বার্তাই দিতে চাইলেন অনেকে। এক জন গানের ভিডিয়ো শেয়ার করে টুইট করেছেন, “টম ক্রুজ় যখন ৬০ বছর বয়সে এসেও মহাকাশে স্টান্ট করছেন, আমাদের শাহরুখ ৫৭-তে শুধু পেশি দেখিয়েই কাত।” প্রশ্ন উঠছে, প্রতিটি ফ্রেমেই ছেঁড়া জামা কেন পরে আছেন নায়ক? আর এক মন্তব্যকারীর জবাব, “জ্যাক স্প্যারো সাজতে গিয়েছিলেন বোধ হয়! ঘেঁটে ফেলেছেন।” হতাশায় উপচে পড়ছে সমাজমাধ্যম। একঘেয়ে নাচের মুদ্রায় কোমর সামনে-পিছনে করে আর কত দিন চলবে বলিউডি গান? সেই প্রশ্নই সংক্রামিত হল ‘ঝুমে যো পাঠান’-এ।

অন্য বিষয়গুলি:

Shah Rukh Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE