মন খারাপের গন্ধ নিয়ে আসছে সৃজিতের ‘উমা’। মুক্তি পেল সেই ছবির নতুন গান ‘এসো বন্ধু’। অনুপম রায়ের সুরে গানটি গেয়েছেন ‘ক্যাকটাস’ ব্যান্ডের দুই পরিচিত মুখ সিধু এবং পটা।
‘উমা’ আসছে দুর্গাপুজো নিয়ে। আসছে বাবা-মেয়ের গল্প নিয়ে। ফুরিয়ে যাওয়া সময়কে বন্দি করতে আসছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি আসছে আগামী ১ জুন।
এক অসুস্থ কানাডিয়ান ছেলে ইভানের ক্রিসমাস দেখার শেষ সাধ পূরণ করার জন্য তাঁর বাবা ক্রিসমাসের আগেই ছেলের জন্য উত্সবের আলো জ্বালিয়ে ফেরেন। ইভানের সময় ফুরিয়ে আসছিল। তাই সময়কে বন্দি করেছিলেন তাঁর বাবা। ২০১৫-র এই ঘটনার পর ইভান পরিচিত হয়, ‘দ্য বয় হু মুভড ক্রিসমাস’ নামে।
সেই গল্প পড়ে কেঁপে উঠেছিলেন সৃজিত। তখনই তা ফ্রেমবন্দি করার সিদ্ধান্ত নেন। তবে ক্রিসমাস বদলে যায় দুর্গাপুজোয়।
আরও পড়ুন, অকালে ঘনিয়ে আসছে মরণ, অকালেই তাই ‘উমা’র বোধন
এই ছবিতে ডেবিউ হচ্ছে যিশু সেনগুপ্তের মেয়ে সারার। যিশু এবং সারা রয়েছেন মুখ্য চরিত্রে। এ ছাড়াও অঞ্জন দত্ত, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, নীল মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয় দেখার সুযোগ মিলবে এই ছবিতে। মুক্তির আগেই নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, লন্ডন ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব আলবেরতা ‘উমা’কে স্বীকৃতি দিয়েছে।