Advertisement
২৩ মার্চ ২০২৩
Entertainment News

আপকামিং মুভিজ: কেন দেখবেন এই নতুন ছবিগুলি

আপনি কি সিনেমা দেখতে ভালবাসেন? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনার জন্য এই অগস্টে আরও দুটো নতুন শুক্রবার অপেক্ষা করছে। আগামী ১৮ এবং ২৫-এ নতুন কী কী ছবি আসছে জানা আছে তো?

এ মাসে কোন কোন ছবি মুক্তি পাচ্ছে? —নিজস্ব চিত্র।

এ মাসে কোন কোন ছবি মুক্তি পাচ্ছে? —নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ১৮:২২
Share: Save:

আপনি কি সিনেমা দেখতে ভালবাসেন? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনার জন্য এই অগস্টে আরও দুটো নতুন শুক্রবার অপেক্ষা করছে। আগামী ১৮ এবং ২৫-এ নতুন কী কী ছবি আসছে জানা আছে তো? বলিউড এবং টলিউডের মোট তিনটি ভিন্ন স্বাদের ছবি রিলিজ হবে এ মাসে। কেন দেখবেন ছবিগুলি? কী বিশেষত্ব রয়েছে? এক ঝলকে দেখে নিন।

Advertisement

আরও পড়ুন, সদ্যোজাত ছেলের প্রথম ছবি শেয়ার করলেন ফারদিন খান

বলিউড

বরেলি কি বরফি

Advertisement

পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারির নতুন ছবি ‘বরেলি কি বরফি’র মুক্তি আগামী শুক্রবার। রোম্যান্টিক কমেডি ‘বরেলি কি বরফি’-তে দেখা যাবে রাজকুমার রাও, কৃতি শ্যানন এবং আয়ুষ্মান খুরানাকে। প্রিন্টিং প্রেসের মালিক আয়ুষ্মান। তাঁর প্রেসেই কাজ করেন রাজকুমার। উত্তরপ্রদেশের মেয়ে কৃতি। ছবিতে তাঁদের নাম চিরাগ দুবে, প্রীতম বিদ্রোহী ও বিট্টি। উত্তরপ্রদেশ থেকে বিদ্রোহীকে খুঁজতে আসেন বিট্টি। মাঝখানে আলাপ হয় চিরাগের সঙ্গে। এর পরই নানা ঘটনার মিশেলে জমজমাট মজার ছবি ‘বরেলি কি বরফি’। উইকেন্ডে ছবিটি আপনার স্ট্রেস রিলিভারের কাজ করতে পারে।

আ জেন্টলম্যান

সিদ্ধার্থ মালহোত্র ও জ্যাকলিন ফার্নান্ডেজের জমজমাট ছবি ‘আ জেন্টলম্যান’। উপরি পাওনা সুনীল শেট্টির অভিনয়। ছবির পরিচালক রাজ ও ডিকে। ছবিতে সিদ্ধার্থের ডাবল রোল। গৌরব এমন একটা ছেলে যে, বিয়ে করে সংসারী হতে চায়। তাই তার নামের সঙ্গে সুশীল আর সুন্দর মানানসই। আর অন্য দিকে ঋষি ঝুঁকি নিতে ভালবাসে। অ্যাকশনে তুখোড়। সঙ্গে কাব্য-র সঙ্গে দু’জনের প্রেম। অ্যাকশন, রোম্যান্স, কমেডি, নাচ-গানে ভরপুর ‘আ জেন্টলম্যান’। গল্পের শেষে দারুণ টুইস্টও রয়েছে।

আরও পড়ুন, বিতর্কিত টিভি সিরিয়াল ‘পহেরেদর পিয়া কি’র সম্প্রচার বন্ধ হতে পারে

টলিউড

মাছের ঝোল

মাছের ঝোল মানেই বাঙালি। আর সেই মাছের ঝোলের হাত ধরেই ভিন্ন স্বাদের ছবি পরিবেশিত হতে চলেছে বাঙালির বিনোদনের পাতে। পরিচালক প্রতীম ডি গুপ্তর পরবর্তী ছবির নাম ‘মাছের ঝোল’। ইঞ্জিনিয়ারিং ছেড়ে বড় শেফ হওয়ার স্বপ্ন দেখে ঘর ছেড়ে বেরিয়ে পড়া অ্যাডভেঞ্চারাস বাঙালি। পরে সফল মাস্টার শেফ দেব ডি প্যারিস, আমেরিকা-সহ একাধিক দেশের রেস্তোরার ব্র্যান্ড। এই দেব ডি’র চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.