নীল ভট্টাচার্য ও তৃণ সাহা।—নিজস্ব চিত্র।
সারমেয়দের বিরুদ্ধে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা হিংসাত্মক ঘটনা। রাস্তা বা হাসপাতাল, বাদ যাচ্ছে না কোনও জায়গাই। অথচ, তাদের বিষয়ে যদি একটু সচেতন হওয়া যায় এই প্রবণতা বন্ধ করা যেতে পারে। ‘কৃষ্ণকলি’-র সেটে গেলে চোখে পড়বে নায়ক নিখিল স্টুডিওর কুকুর-বেড়ালদের খাওয়াচ্ছেন। শুটিংয়ের ফাঁকে ফাঁকে তাঁকে দেখা যাচ্ছে বেওয়ারিশ কুকুর-বেড়ালদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
রাস্তার কুকুর-বেড়াল নিয়ে তাঁর আগ্রহ দেখে খোঁজ নিয়ে জানা গেল ‘পাপ্পি লাভ’-এর কথা। নিখিল, যিনি বাস্তবের নীল ভট্টাচার্য,বললেন, ‘‘আমি কুকুর, বেড়ালদের খুব ভালবাসি। আমি আর আমার বন্ধু তৃণা (সাহা) ‘পাপ্পি লাভ’ বলে একটা বিষয় শুরু করতে চাই। বৃহস্পতিবার থেকেই শুরু করতে চাইলাম। ইন্ডাস্ট্রিতে আমার অনেক বন্ধু আছে। আমরা সবাই একটু একটু করে কন্ট্রিবিউট করব...আমার এক বন্ধুর রেস্তরাঁ আছে, ওভার ডোজ...সেখানে সেদ্ধ ভাত আর সেদ্ধ চিকেন মিলিয়ে একটা ব্রথ করবে...সেই ব্রথ দশ প্যাকেট করে প্রত্যেকটা স্টুডিওতে পাঠাবো আমরা। সেগুলো খাবে স্টুডিওতে ঘুরে বেড়ানো বা আশেপাশের বেওয়ারিশ কুকুর-বেড়ালরা। প্রথমে হয়তো রোজ রোজ পারব না। কিন্তু পরে চেষ্টা করব ব্যাপারটা যাতে নিয়মিত করা যায়।’’
এই ব্যবস্থা কেন নিয়েছেন তিনি? তাঁর কথায়: ‘‘কুকুর, বেড়ালদের ওপর নানারকম অমানবিক ঘটনা আমাকে খুব বিচলিত করে। সেরকম কোনও খবর আমি শুনতে পারি না। গাড়িতে কুকুর চাপা পড়লে নিতে পারি না। সব মিলিয়ে ঠিক করেছি আমরা কিছু করব। ‘পাপ্পি লাভ’ তারই প্রথম ধাপ।’’
সারমেয়দের খাওয়াচ্ছেন নীল-তৃণা।—নিজস্ব চিত্র।
আরও পড়ুন: মুভি রিভিউ: গালি বয় বিশ্বাস ফেরায় জীবনে, ভালবাসায়
চোদ্দোই ফেব্রুয়ারি বেছে নিলেন কেন? নীলের কথায়,‘‘পাপ্পি লাভ হল একটা ইমোশন। যখন আমরা প্রথম প্রথম প্রেমে পড়ি তখন ‘পাপ্পি লাভ’-এর মতো কিউট কিউট একটা ব্যাপার থাকে। চোদ্দোই ফেব্রুয়ারি হল ভালবাসার দিন। এই দিনটা স্পেশাল করতে চাই।’’
আপনার বান্ধবীর সঙ্গে ভালবাসার দিনে কোনও প্ল্যান আছে? ‘‘হা হা হা...সেরকম কোনও প্ল্যান নেই। এখনও ব্যাপারটা ঠিক...দেখা যাক কী হয়(সলজ্জ হাসি)।’’
কানাঘুষোয় শোনা যাচ্ছে তৃণা সাহার সঙ্গে তাঁর সম্পর্কটাও এখন কিউট পাপ্পি লাভ-এর মতো। তাঁর সঙ্গে এভাবেই তিনি কাটাতে চাইছেন ভালবাসার দিন।
নীল ‘পাপ্পি লাভ’ নিয়ে উদ্যোগীহচ্ছিলেন বেশ কিছুদিন ধরে। কিন্তুতৃণাকে পাওয়া গেল আজই। কী বলছেন তিনি? ‘‘আমি ও নীল দু’জনেই পেট লাভারস। যাঁরা পশুদের ভালবাসে তাঁরা যদি ভালবাসার দিনটা ওদের সঙ্গে সেলিব্রেট করেন তার থেকে ভাল আর কিছু হয় না। ভ্যালেন্সটাইন্স ডে আমি তাঁদের সঙ্গেই সেলিব্রেট করছি যাঁদের আমি ভালবাসি। এটা আমার কাছে খুব স্পেশাল।’’
নীলের সঙ্গে এগোচ্ছে কিছু? তৃণা হেসে গড়িয়ে পড়তে পড়তে বললেন, ‘‘এগোচ্ছে তো। এই যে আমরা একসঙ্গে ‘পাপ্পি লাভ’ শুরু করলাম। ডেফিনিটলি এগোচ্ছে। আমরা আট বছরের পরিচিত। এতদিন আমরা একসঙ্গে কিছু করার সুযোগ পাইনি। কিন্তু ভাবনাটা অনেক দিনের। এবার শুরু হল। ‘পাপ্পি লাভ’ নিয়ে বড় প্ল্যান রয়েছে। দেখা যাক, কতটা এগোতে পারি। আমার আর নীলের কাছে ভ্যালেন্সটাইন্স ডে-র বড় সাফল্য যদি সবাই ‘পাপ্পি লাভ’-কে সাপোর্ট করেন।’’
তৃণাকে দেখা যাবে ‘থাই কারি’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘পাসওয়ার্ড’ প্রভৃতি ফিল্মে। এর আগে ‘খোকাবাবু’ সিরিয়ালের নায়িকা হিসেবে তাঁকে পাওয়া গিয়েছে। ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ ধারাবাহিকে একটি ক্যামিও চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: একই গাড়ি, একই দুর্ঘটনা, একই আঘাত...ব্যবধানটা শুধু দু’বছরের, এ এক অন্য ভালবাসার গল্প
আজ সারাদিন স্টুডিওর বেড়াল-কুকুরদের খাওয়াতে বেরিয়েছেন দু’জনে। সঙ্গে আছেন ইন্ডাস্ট্রির আরও অনেক অভিনেতা। ‘পাপ্পি লাভ’-এর সঙ্গে থাকছেন‘কৃষ্ণকলি’-র তিয়াশা, শঙ্কর চক্রবর্তী, ‘রানী রাসমণি’-র দিতিপ্রিয়া, নূর, গৌরব; ‘বকুল কথা’-র উষসী, হানি, ‘ফাগুন বউ’-এর বিপ্লব, ঐন্দ্রিলা, ‘নকশি কাঁথা’র মানালী, সুমন; ‘জয়ী’-র দিব্যজ্যোতি।যাঁর যখন লাঞ্চ ব্রেক হবে তিনি তখন স্টুডিওতে ঘুরে বেড়ানো বেড়াল-কুকুরদের খাওয়াবেন। যাঁরা ফ্রি থাকবেন তাঁরা দঙ্গল বেঁধে বেরিয়ে পড়ছেন রাস্তায়।
নীল বললেন, ‘‘বিকেল বা সন্ধ্যেয় মদন মিত্রর সঙ্গেজগুবাজার অঞ্চলে পঞ্চাশটা কুকুরকে খাওয়াবো, একশোটা কুকুরকে নানারকম ওষুধ খাওয়ানো হবে, ডগ ট্যাগ দেওয়া হবে, যে ট্যাগে গাড়ির আলো পড়লে আলো জ্বলবে। কুকুর চাপা পড়ার ঘটনা কমানোর জন্য। কুকুরদের ওপর অত্যাচার, পাথর ছোড়ার ঘটনা বন্ধ করার জন্য সচেতনতা তৈরি করার জন্য আলোচনা হবে।’
আরও কোনও সেলিব্রিটি থাকছেন? নীল যোগ করলেন, ‘‘রুদ্রনীল ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, পার্নো মিত্র, অঙ্কুশ, রিমি, চান্দ্রেয়ীদি...অনেকেই আছেন। আজ কুকুর-বেড়ালদের জন্য দেড়শো প্যাকেট খাবার নিয়ে বেরোনো হয়েছে।’’
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)