প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ রোগভোগের পর রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তমকুমারের সহ-অভিনেতা।
আর্টিস্ট ফোরামের তরফ থেকে সোহন বন্দ্যোপাধ্যায় এবং দিগন্ত বাগচী আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, নানা অসুস্থতা ছিল তাঁর। ম্যালেরিয়া, টাইফয়েড-সহ নানা ব্যাধি শয্যাশায়ী করে ফেলেছিল তাঁকে। দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতার কারণে অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে কল্যাণ। সোহন জানিয়েছেন, আর্টিস্ট ফোরামের সদস্যেরা সাধ্যমতো তাঁর পাশে থাকার চেষ্টা করেছেন।
আরও পড়ুন:
খবর, রাতেই হাসপাতাল থেকে সরাসরি অভিনেতার মরদেহ কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।
পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করা কল্যাণের প্রথম ছবি তপন সিংহের ‘আপনজন’। সেই সময় তিনি ‘সাগিনা মাহাতো’, ‘ধন্যি মেয়ে’-সহ ৪০০টিরও বেশি ছবিতে অভিনয় করছেন। তপন সিংহ ও অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রিয় অভিনেতা ছিলেন। অভিনয় করছেন সত্যজিৎ রায়ের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’-তে। তাঁর সমসাময়িক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সন্তু মুখোপাধ্যায়, দীপঙ্কর দে।
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দা, সিরিজেও সমান দাপটের সঙ্গে অভিনয় করেছেন। সুজয় ঘোষের হিন্দি ছবি ‘কহানি’, সিরিজ ‘তানসেনের তানপুরা’য় দেখা গিয়েছে তাঁকে। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।