বিনোদনজগতে আবারও শোকের ছায়া। প্রয়াত অভিনেতা অচ্যুৎ
পোটদার। ‘থ্রি ইডিয়ট্স’ ছবির রাগী অধ্যাপক হিসাবেই এখনও
তাঁকে মনে রেখেছেন দর্শক। ১৮ অগস্ট, সোমবার ঠাণের একটি
বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা। দীর্ঘ দিন
বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। কিন্তু তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত
জানা যায়নি। ১৯ অগস্ট ঠাণেতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বলিউডের অনেক ছবিতেই
অভিনয় করেছিলেন তিনি।
যদিও প্রথম থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না অচ্যুৎ। অভিনয়জগতে প্রবেশের আগে বেশ কিছু বছর ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। তার পর কাজ করেছিলেন ‘ইন্ডিয়ান অয়েল কোম্পানি’-তেও। ১৯৮০ সালের শেষের দিকে অভিনয়যাত্রা শুরু করেন।
প্রায় ১২৫টি ছবিতে অভিনয় করেছেন অচ্যুৎ। হিন্দি ছাড়াও বেশ কিছু মরাঠি ছবিতেও অভিনয় করেছেন তিনি। তালিকায় রয়েছে ‘আক্রোশ’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘দিলওয়ালে’ থেকে ‘দাবাং ২’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘পরিণীতা’-সহ একগুচ্ছ ছবি। তবে রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়ট্স’ তাঁর অভিনয়জীবনের অন্যতম মোড় ঘোরানো মুহূর্ত। ইঞ্জিনিয়ারিং কলেজের কড়া অধ্যাপককে আজীবন মনে রাখবেন দর্শক।