Advertisement
E-Paper

পহেলগাঁও কাণ্ডের পর থেকে নীরব! একের পর এক ‘রহস্যময়’ পোস্টে কী বার্তা দিচ্ছেন অমিতাভ?

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনার পরের দিনই অমিতাভ একটি সংখ্যা পোস্ট করেছিলেন। তা নিয়ে সমাজমাধ্যমে আলোচনাও হয় বিস্তর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৩:৩৭
Veteran star Amitabh Bachchan has been sharing cryptic post since Pahalgam inciden

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই রহস্যময় পোস্ট অমিতাভের। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও নিয়ে বলিউডের প্রায় সকলেই মুখ খুলেছেন। উপত্যকায় বেড়াতে গিয়ে ভয়াবহ পরিণতি হয়েছে পর্যটকদের। নিন্দায় সরব হয়েছেন শাহরুখ খান থেকে অক্ষয় কুমার-সহ প্রায় সমস্ত বলিউড তারকা। কিন্তু অমিতাভ বচ্চন সমাজমাধ্যমে শুধু পোস্ট করছেন একের পর এক রহস্যময় নম্বর।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনার পরের দিনই অমিতাভ একটি সংখ্যা পোস্ট করেছিলেন। তা নিয়ে সমাজমাধ্যমে আলোচনাও হয় বিস্তর। ‘টি ৫৩৫৬’— এই সংখ্যা নিজের সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। সাধারণত যে কোনও পোস্টই সংখ্যা দিয়ে শুরু করেন অমিতাভ। কিন্তু ২২ এপ্রিলের পর থেকে তিনি শুধুই সংখ্যা পোস্ট করছেন। কখনও ‘টি ৫৩৬৫’, কখনও আবার ‘টি ৫৩৬৭’ লিখে সমাজমাধ্যমে তুলে ধরছেন তিনি। রবিবার সকালে তিনি লেখেন, ‘টি ৫৩৬৮’। শুধুই সংখ্যা। কোথাও কোনও শব্দ বা বাক্য নেই। কী বলতে চাইছেন এই সংখ্যার মাধ্যমে? প্রশ্ন উঠছে নেটপাড়ায়।

অনুরাগীদের বক্তব্য, পহেলগাঁও কাণ্ডের পর থেকেই এমন সংখ্যা তুলে ধরছেন তিনি সমাজমাধ্যমে। এর কোনও অন্তর্নিহিত অর্থ রয়েছে। অথবা এই ঘটনার ভয়াবহতা দেখে কথা হারিয়ে ফেলেছেন বিগ বি। ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুতেই শোকাহত হয়ে এই সংখ্যাগুলি লিখছেন তিনি।

কিন্তু নিন্দকও রয়েছেন। তাঁদের মতে এমন পরিস্থিতিতে চুপ থাকা মোটেই সমীচীন নয়। বরং এই সময়ে নিজের মতামত স্পষ্ট করা উচিত। তাই কেউ লিখেছেন, “কী হল স্যর, কথা বেরোচ্ছে না কেন? এটা আবার কোনও ছবির প্রচার নয় তো?” আর এক জন লিখেছেন, “এমন ঘটনার পরেও আপনি নীরব? আপনার নীরবতাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে।” এক জন কড়া ভাষায় লিখেছেন, “কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু বলছেন না। অথচ এই সব নিরর্থক পোস্ট করছেন।” তবে এমন একাধিক মন্তব্য শুনেও চুপ থেকেছেন অভিনেতা।

Amitabh Bachchan Pahalgam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy