বহু দিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে নিজেরাই ঘোষণা করেন, তাঁদের সংসারে আসছে নতুন সদস্য। সেই অপেক্ষার ইতি ঘটতে চলেছে। খুব শীঘ্রই ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের ঘরে আসছে তাঁদের প্রথম সন্তান। প্রকাশ্যে এল, ঠিক কবে মা হচ্ছেন অভিনেত্রী।
বিয়ের সাড়ে তিন বছর পরে মা হচ্ছেন অভিনেত্রী। গত সেপ্টেম্বরে সুখবর দেন তাঁরা। যদিও ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তার আগে থেকেই চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা হওয়া নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ভিকি। সন্তান নিয়ে প্রশ্ন করতেই তিনি হাসতে থাকেন। মুখে হাসি নিয়েই উচ্ছ্বসিত ভিকি বলেন, “বাবা হওয়ার বিষয়টির জন্যই অপেক্ষায় আছি।” ৩৭ বছরে বাবা হচ্ছেন অভিনেতা। তাঁর কথায়, “অপেক্ষায় আছি সন্তানের। সত্যিই এটা একটা আশীর্বাদের মতোই। এই সময়টা খুবই উত্তেজনার। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা।”
আরও পড়ুন:
সন্তান হওয়ার পরে বাড়ি থেকে আনন্দে আর বেরোতে ইচ্ছে করবে না বলেও অনুমান ভিকির। জানা যাচ্ছে, ১৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যেই সন্তান ভূমিষ্ঠ হবে।
সম্প্রতি এক পডকাস্টে জ্যোতিষী অনিরুদ্ধকুমার মিশ্র জানিয়েছেন, ক্যাটরিনা ও ভিকির সম্ভবত কন্যাসন্তান হবে। কিছু দিন আগেই সমাজমাধ্যমে সুখবর জানিয়ে ক্যাটরিনা ও ভিকি লেখেন, ‘‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’’
উল্লেখ্য, গত দু’বছর ধরে অভিনয়জগৎ থেকে দূরে ক্যাটরিনা। সেই ভাবে আসন্ন কোনও কাজের কথা তিনি ঘোষণাও করেননি। অভিনেত্রীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মেরি ক্রিসমাস’।