Advertisement
০২ মে ২০২৪

বিদ্যার ‘হ্যান্ডলুম’ প্রীতি

এক সময় তাঁর ‘স্টাইল’ নিয়ে সমগ্র বলিউড কটাক্ষ করেছে। কিন্তু ‘পরিণীতা’ বিদ্যা বালন তাতে কখনই কান দেননি। ভাগ্যিস! না হলে আজ ‘ওয়ার্ল্ড এথনিক ডে’-তে এই বিদ্যাকে দুনিয়া পেত কোথা থেকে! ভারতের এক অন্যতম অনলাইন মার্কেটিং সংস্থা তাদের ‘এথনিক’ সাজ সরঞ্জামের জন্য ‘ববি জাসুস’-কে তাদের ‘ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর’ নির্বাচন করেছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০০:০০
Share: Save:

এক সময় তাঁর ‘স্টাইল’ নিয়ে সমগ্র বলিউড কটাক্ষ করেছে। কিন্তু ‘পরিণীতা’ বিদ্যা বালন তাতে কখনই কান দেননি। ভাগ্যিস! না হলে আজ ‘ওয়ার্ল্ড এথনিক ডে’-তে এই বিদ্যাকে দুনিয়া পেত কোথা থেকে! ভারতের এক অন্যতম অনলাইন মার্কেটিং সংস্থা তাদের ‘এথনিক’ সাজ সরঞ্জামের জন্য ‘ববি জাসুস’-কে তাদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ নির্বাচন করেছে। সংস্থার প্রতিষ্ঠাতা মনোজ গুপ্তর কথায়, “বিদ্যা বালন দৈনন্দিন জীবনের এক জলজ্যান্ত ঐতিহ্যবাহী। বিশ্ব জুড়ে এই দিনটি পালন করার অর্থ, আমরা আমাদের শিকড় এখনও ধরে রেখেছি।” নানা অনুষ্ঠানে নায়িকাকে বেশির ভাগ সময়ই শাড়ি পরেই দেখা গিয়েছে। তারই রেশ টেনে ‘ডার্টি পিকচার’-এর ‘সিল্ক’ এই ধরনের কাজে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত। দেশের ‘হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি’কে পুনরুজ্জীবিত করার এই পদক্ষেপকে তিনি সাদরে অভিনন্দন জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE