Advertisement
১১ মে ২০২৪
Vidya Balan

অস্কারের দৌড়ে ‘শেরনি’, ‘সর্দার উধম’! কলকাতায় চলছে বাছাই পর্ব

ভবানীপুরের বিজলি সিনেমায় চলছে ছবি মনোনয়ন প্রক্রিয়া। ১৫ জন বিচারক মিলে ১৪টি ছবি দেখবেন।

প্রাথমিক বাছাই ১৪টি ছবির তালিকায় রয়েছে ‘শেরনি’ এবং ‘সর্দার উধম’।

প্রাথমিক বাছাই ১৪টি ছবির তালিকায় রয়েছে ‘শেরনি’ এবং ‘সর্দার উধম’।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৫:৩১
Share: Save:

২০২২ সালে অস্কারে ভারতীয় ছবি পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলকাতার বিচারকমণ্ডলীর সদস্যরা ১৪টি ছবির থেকে একটি ছবি বেছে নেবেন। সেটিই অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ছবির বিভাগে তালিকাভুক্ত হবে। এখনও পর্যন্ত প্রাথমিক বাছাই ১৪টি ছবির তালিকায় রয়েছে ‘শেরনি’ এবং ‘সর্দার উধম’। এই দুই ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছে যথাক্রমে বিদ্যা বালন এবং ভিকি কৌশলকে।

অস্কারে মনোনীত হওয়ার দৌড়ে বাঘ সংরক্ষণে নিজের চাকরি বাজি রাখার গল্প ‘শেরনি’। সঙ্গে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধের কাহিনি ‘সর্দার উধম’। পাশাপাশি রয়েছে মালায়ালি ছবি ‘নয়াট্টু’ এবং তামিল ছবি ‘মন্দেলা’-ও। আপাতত ভবানীপুরের বিজলি সিনেমায় চলছে ছবির মনোনয়ন প্রক্রিয়া। ১৫ জন বিচারক মিলে ১৪টি ছবি দেখবেন। তার থেকেই একটি ছবি যাবে অস্কারে।

অস্কারের দৌড়ে  ‘শেরনি’, ‘সর্দার উধম।

অস্কারের দৌড়ে ‘শেরনি’, ‘সর্দার উধম।

২০২২ সালের মার্চ মাসে আমেরিকায় অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কার। ভারত থেকে কোন ছবি সেখানে জায়গা করে নেয়, তা জানার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vidya Balan Vicky Kaushal Sardar Udham The Oscars
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE