Viral: Bigg Boss 12 contestant Urvashi Vani's shocking transformation dgtl
‘আশ্চর্য’ পরিবর্তন! নতুন ছবিতে চেনাই যাচ্ছে না এই বিগ বস প্রতিযোগীকে
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। তার পরই তিনি ফের চলে এসেছেন নেটিজেনদের আলোচনায়।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ১৬:৪৩
উর্বশী বাণী তখন ও এখন। ছবি উর্বশীর ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
বিগ বস সিজন ১২তে প্রতিযোগী হিসাবে এসেছিলেন তিনি। প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও তাঁর প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। বিগ বসের সেটে তাঁর সঙ্গে দীপকের বন্ধুত্বও নজর কে়ড়েছিল অনেকের। তিনি উর্বশী বাণী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। তার পরই তিনি ফের চলে এসেছেন নেটিজেনদের আলোচনায়।
বিগবসের সিজনে যখন প্রথম এসেছিলেন তখন তাঁর সাধারণ সাজগোজ দৃষ্টি আকর্ষণ করেছিল অনেকের। সেই উর্বশীর বর্তমান ছবি দেখে চক্ষু চড়ক গাছ হয়েছে নেটিজেনদের। উর্বশীর নতুন ছবি দেখে তাঁদের বিশ্বাসই হচ্ছে না এই সেই উর্বশী বাণী, যাকে এক বছর আগেই তাঁরা দেখেছিলেন বিগ বসের সেটে পদার্পণ করতে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাল রঙের পোশাক পরে ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবিতে তিনি জানিয়েছেন, লাল তাঁর সবথেকে প্রিয় রঙ। কিন্তু এই ছবিতে তাঁর সাজগোজই চমকে দিয়েছে নেটিজেনদের। আর তার পরই তাঁকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।