Viral: Hina Khan shared postcard-worthy pictures from Maldives dgtl
মলদ্বীপে সৈকতের ধারে বিকিনিতে আগুন ঝরাচ্ছেন হিনা খান
ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন হিনা। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকত ও সুইমিং পুলের ধারে বিকিনিতে ক্যামেরার সামনে পোজ দিতে।সব ছবিগুলিই এক লাখ, দু’ লাখের উপর লাইক পেয়েছে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৯
হিনা খানের ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি।
মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন হিনা খান। আর সেখানে তিনি ধরা দিলেন বিকিনিতে। বিচ, পুলের ধারে তাঁর এই বিকিনিপরিহিত ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন হিনা। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকত ও সুইমিং পুলের ধারে বিকিনিতে ক্যামেরার সামনে পোজ দিতে।সব ছবিগুলিই এক লাখ, দু’ লাখের উপর লাইক পেয়েছে।
শুধু লাইক-ই নয় ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর ‘অক্ষরা’কে বিকিনিতে দেখে তাঁর ভক্তরা প্রচুর কমেন্টও করেছেন।হিনার ভক্তরা তাঁর ছবিগুলিতে একের পর এক লাভ সাইন দিয়ে কমেন্ট করেছেন। শুধু সাধারণ ভক্তরাই নন, হিনার এই ছবিগুলিতে অনেক ভেরিফায়েড হ্যান্ডল থেকেও কমেন্ট পড়েছে।
সম্প্রতি বছর বত্রিশের এই মডেল অভিনেত্রী মিউজিক ভিডিয়ো রঞ্ঝনাতে কাজ করেছেন। ১২ ডিসেম্বর রঞ্ঝনার একটি ভিডিয়ো ক্লিপও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেই ভিডিয়োটি হিনা খানের হ্যান্ডলেই শুধু ছয় লাখ লাইক পেয়েছে।