রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের সম্পর্কের গল্প প্রায়শই আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। তাঁদের সম্পর্কের রসায়ন নিয়েও ভক্তদের আগ্রহ চরমে থাকে। সেই আগ্রহকে ফের একবার উস্কে দিল বুধবার রণবীর সিংহের পোস্ট করা একটি ভিডিয়ো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন রণবীর। তার পরই সেই ভিডিয়ো নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা।
রণবীরের পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রণবীর সিংহকে ব্যাট দিয়ে মারছেন দীপিকা। দীপিকার কাছে ব্যাটের বাড়ি খেয়ে লাফিয়ে উঠছেন রণবীর। এই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার রিল ও রিয়াল লাইফের গল্প’। এই ভিডিয়ো পোস্ট করার পরই দুই তারকার বন্ধুরা তাঁদের সম্পর্ক নিয়ে মজায় মেতেছেন।
রিয়াল লাইফে জুটি বাঁধার পর প্রথমবার অনস্ক্রিনেও দেখা যাবে এই দুই তারকাকে। কবীর খানের ‘৮৩’ সিনেমায় কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিংহ। সেই ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০-র ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা।
Story of my Life 😅 Real & Reel ! @deepikapadukone @83thefilm 🏏🎥🎞
আরও পড়ুন: বাঙালি পরিচালকের ছবিতে সুইম সুট বিতর্ক, আটের দশকের সুপারহিট বলি নায়িকা এখন কোথায়?