তিনি এক জন টিকটক স্টার। ‘বাবাজ্যাকশন২০২০’ নামের টিকটক অ্যাকাউন্ট থেকে নিয়মিত আপলোড করেন ভিডিয়ো। বিশেষত নাচের ভিডিয়ো। তাঁর নাচের সেই সব ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন ১ কোটি ১০ লক্ষেরও বেশি ইউজার।
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে একটি নাচের ভিডিয়ো আপলোড করেছেন তিনি। সেখানে তাঁকে দেখা যাচ্ছে মাইকেল জ্যাকসনের ভঙ্গিতে নাচতে। সেই ভিডিয়ো রবিবার আপলোড করা হয়েছে একটি টুইটার হ্যান্ডল থেকে। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ১২ লক্ষ ইউজার। সেই ভিডিয়ো বলিউড স্টারদের নজরে আসতেই প্রশংসার বন্যায় ভেসে গিয়েছেন ওই যুবক।
হৃতিক রোশন তাঁর নাচ দেখে বলেছেন, ‘‘আমার দেখা স্মুদেস্ট এয়ারওয়াকার’’। তার পরই ওই যুবকের পরিচয় জানতে চেয়েছেন তিনি, বলিউডের শাহেনশাও মুগ্ধ তাঁর নাচের ভঙ্গিতে। সুনীল শেট্টি থেকে রেমো জি’সুজাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। কিন্তু কী নাম ওই যুবকের?
জানা গিয়েছে, ওই যুবকের নাম যুবরাজ সিংহ আকা। এই মুহূর্তে বলিউডের অন্যমত সেরা ডান্সার তিনি।
Smoothest airwalker I have seen. Who is this man ? https://t.co/HojQdJowMD
— Hrithik Roshan (@iHrithik) January 13, 2020
wow ... https://t.co/0g7nzv4M7x
— Amitabh Bachchan (@SrBachchan) January 12, 2020
আরও পড়ুন: সুইমসুটে উষ্ণতা ছড়ালেন বলিউডের সুন্দরী অভিনেত্রী
আরও পড়ুন: কোন বলিউড অভিনেত্রীর ছোটবেলার ছবি এটা? বলতে পারবেন?
How gooood is this boy 👏👏👍. https://t.co/Fiywc3kRCl
— Suniel Shetty (@SunielVShetty) January 13, 2020
Fantastic! Love all of it , especially the “tip tip remix” .. talent waiting to be discovered.. @remodsouza @PDdancing @TheFarahKhan https://t.co/UOXyFe2U8n
— Raveena Tandon (@TandonRaveena) January 13, 2020