না! অনুষ্কা শর্মা তাঁর ফার্স্ট ক্রাশ নন। যতই অনুষ্কার সঙ্গে প্রেম করুন, বিরাট কোহলি প্রথম মন দিয়েছিলেন অন্য কাউকে! এতদিনে সেই রহস্য ফাঁস করলেন বিরাট।
বলিউডে বিরাটের প্রথম ক্রাশ কে জানেন? তিনি হলেন ন’য়ের দশকের ইন্ডাস্ট্রির প্রথম সারির মুখ করিশ্মা কপূর।
সম্প্রতি এক সাক্ষাত্কারে বিরাট জানিয়েছেন, এক সময় করিশ্মা বিরাটের হার্টথ্রব ছিলেন। ন’য়ের দশকে করিশ্মার কোনও ছবি হলে এলেই তা ফার্স্ট ডে-তেই দেখার চেষ্টা করতেন। আর টিভিতে করিশ্মার সিনেমা দেখালেও রিমোটের কন্ট্রোল থাকত তাঁরই হাতে।
তাই অনুষ্কা নন, বিরাটের বি-টাউনের প্রথম ক্রাশ করিশ্মা!