শিক্ষা গ্রহণের সঙ্গেই দক্ষতা বৃদ্ধিতে জোর দিতে তৎপর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি। শিক্ষকেরা যা পড়াচ্ছেন এবং পড়ুয়ারা যা শিখে নিচ্ছেন— তার বাইরে আরও কিছু বিষয় নিয়ে চর্চার জন্যেই কর্মশালা, আলোচনাচক্রের আয়োজন করা হয়ে থাকে। ‘শিক্ষার কড়চা’য় রইল সেই সব কর্মসূচির সুলুক সন্ধান।
রোবোটিক্স নিয়ে পড়াশোনা:
স্কুল পড়ুয়ারাও সুযোগ পাবে রোবোট বানিয়ে ফেলার। এ জন্য হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিশেষজ্ঞেরা সেন্সর চিহ্নিতকরণ এবং পরীক্ষা করা, রোভার ডিজ়াইন করার মতো একাধিক বিষয়ও শেখাবেন।
- কোথায় হবে— বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম।
- কবে— ২৭ এবং ২৮ ডিসেম্বর।
- কত দিন চলবে— দু’দিন।
- কারা আবেদন করতে পারবেন— ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়ারা।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
- আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।
২১ শতকে ভূগোলের পরিভাষা:
সময়ের সঙ্গে ভূগোল নিয়ে পড়াশোনার পরিভাষা বদলেছে। শুধুমাত্র সমুদ্রের তাপমাত্রার সঙ্গে মাটির তাপমাত্রার তারতম্য কিংবা ম্যাপে কোন দেশ কোথায় তা চেনার মধ্যে এই বিষয়ের পঠনপাঠন আর সীমাবদ্ধ নেই। বর্তমানে তাতে কৃষি এবং শিল্পবিপ্লব, জলবায়ু পরিবর্তন, তাতে জীবজগতের ভূমিকার মতো বিষয়ও সংযুক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে এই বিষয় নিয়ে পড়াশোনার পর কোন কোন দিকে কেমন সুযোগ আছে, কী কী বিষয় বদলানো প্রয়োজন— এই সমস্ত কিছু নিয়েই চলবে আলোচনাচক্র।
- কোথায় হবে— উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
- কবে— ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি, ২০২৬।
- কত দিন চলবে— তিনদিন।
- কারা আবেদন করতে পারবেন— ভূগোল নিয়ে পড়াশোনা করছেন এমন পড়ুয়া, শিক্ষক, গবেষকরা।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
- আবেদনের শেষ দিন— ৩১ ডিসেম্বর।
অঙ্কের সূত্র এবং সমাধানের নতুন পথ:
ম্যাথ্মেটিক্স-এর জটিল সূত্র নিয়ে চর্চার শেষ নেই। সময়ের সঙ্গে তা সমাধানের পদ্ধতিতেও রদবদল হয়েছে। তাতে পড়াশোনা কিংবা গবেষণার কাজে গতি কতটা বেড়েছে— তা নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞেরা।
- কোথায় হবে— কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
- কবে— ৩০ জানুয়ারি, ২০২৬।
- কত দিন চলবে— এক দিন।
- কারা আবেদন করতে পারবেন— অঙ্কের পড়ুয়া, শিক্ষক, গবেষকরা।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ১৬ জানুয়ারি, ২০২৬।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ় চর্চা:
‘আর’-এর ভাষা শিখতে পারলে সফট্অয়্যার ডিজ়াইন করা সহজ। এরই সঙ্গে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ় গবেষণার কাজেও সমান ভাবে সাহায্য করে। তথ্যের বিশ্লেষণ থেকে মডেলিং— সব কিছুতেই এর প্রভাব যথেষ্ট কার্যকরী। কী ভাবে শেখা যাবে, শিখে কী কী উপকার হতে পারে— তারই কর্মশালা হতে চলেছে।
- কোথায় হবে— বিশ্বভারতীতে।
- কবে— ২৩ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ, ২০২৬।
- কত দিন চলবে— ১৪ দিন।
- কারা আবেদন করতে পারবেন— প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ় কিংবা রাশিবিজ্ঞান নিয়ে পাঠরতেরা এবং শিক্ষক, গবেষকরা।
- আবেদন কী ভাবে— ই-মেল মারফত।
- আবেদনের শেষ দিন— ৮ ফেব্রুয়ারি।
অর্থনীতির একাল সেকাল:
বাণিজ্যের দুনিয়ায় আর্থিক লেনদেনের ধরন বদলেছে। পাল্টেছে ব্যবসায়িক নিয়ম বিধিও। কী ধরনের পরিবর্তন হল এবং ভবিষ্যতে কী হতে চলেছে— সে সব নিয়েই বিশেষ আলোচনাচক্রের আয়োজন করা হবে। উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা।
- কোথায় হবে— কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে।
- কবে— ২৩ এবং ২৪ ডিসেম্বর।
- কত দিন চলবে— দু’দিন।
- কারা আবেদন করতে পারবেন— বাণিজ্য নিয়ে পাঠরত পড়ুয়া, শিক্ষক, গবেষক, ব্যবসায়ী।
- আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
- আবেদনের শেষ দিন— ২০ ডিসেম্বর।