আজ আন্তর্জাতিক নারী দিবস।এই দিনে মেয়েদের জন্য বিশেষ মেসেজ দিলেন বিরাট কোহালি। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করলেন তাঁর জীবনের অসাধারণ এক মহিলাকে। তিনি কে জানেন?
উত্তরটা খুব সহজ। বিরাটের জীবনের অনন্য সেই মহিলা হলেন অনুষ্কা শর্মা। বিরাটের ভাষায় যিনি ‘বেটার দ্যান ইকুয়াল।’
বিরাট একটি ভিডিও বার্তায় বলেন, নারী এবং পুরুষ সমান নন। সেটা হলে আমার ভালই লাগত। যৌন নির্যাতন, গার্হস্থ্য হিংসা, হুমকি… তালিকাটা লম্বা। এ সব কিছু সামলেও জীবনের সব পথেই মেয়েরা উজ্জ্বল। এখনও ভাবছেন মেয়েরা সমান? না, তাঁরা সমানের থেকেও বেশি কিছু। বিশ্বের সব মেয়েদের জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। প্রত্যেকদিনই নারী দিবস…।’
আরও পড়ুন, ‘পরী’র স্ক্রিনিংয়ে হোস্ট বিরাট, গল্প শেয়ার করলেন ঋতাভরী
বিরাট টুইট করেন ‘আপনার জীবনের সবচেয়ে অনন্য মহিলাকে ট্যাগ করুন।’ আর বিরাটের জীবনের সেই মহিলা যে অনুষ্কা তা আর বলার অপেক্ষা রাখে না। ♥️
Tag the extraordinary woman in your life who is #BetterThanEqual @Staywrogn@AnushkaSharma ♥️ pic.twitter.com/NdjNEPYQjD
— Virat Kohli (@imVkohli) March 8, 2018
বিরাট টুইট করেন ‘আপনার জীবনের সবচেয়ে অনন্য মহিলাকে ট্যাগ করুন।’ আর বিরাটের জীবনের সেই মহিলা যে অনুষ্কা তা আর বলার অপেক্ষা রাখে না।