Advertisement
E-Paper

‘এরা পুরুষ, না কি হায়না’! অনুষ্ঠানস্থলে হেনস্থার শিকার নিধি, ভিডিয়ো দেখে গর্জে উঠলেন চিন্ময়ী

সম্প্রতি ‘রাজা সাব’-এর গানমুক্তি অনুষ্ঠানে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার অভিনেত্রী। সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, ধস্তাধস্তিতে পোশাক নিয়ে অস্বস্তিতে পড়েন নিধি। তাঁর এই হেনস্থার ভিডিয়ো দেখে গর্জে উঠলেন গায়িকা চিন্ময়ী শ্রীপাদা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:১৪
Chinmayi Sripada Reacts to the Video Where Nidhhi Agerwal gets Mobbed at Hyderabad

নিধির পাশে দাঁড়িয়ে পাল্টা কটাক্ষের শিকার চিন্ময়ী। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী নিধি আগরওয়াল বুধবার সন্ধ্যায় হায়দরাবাদের একটি মলে গিয়েছিলেন আসন্ন ছবি ‘রাজা সাব’-এর গানমুক্তি অনুষ্ঠানে। সেখানেই গিয়ে রীতিমতো হেনস্থার শিকার অভিনেত্রী। সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, ধস্তাধস্তিতে পোশাক নিয়ে অস্বস্তিতে পড়েন নিধি। তাঁর এই হেনস্থার ভিডিয়ো দেখে গর্জে উঠলেন গায়িকা চিন্ময়ী শ্রীপাদা।

প্রবল ভিড়ে নিধির পরনের পোশাক প্রায় খুলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। গাড়িতে উঠতে গিয়ে দৃশ্যত অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে পুরুষদের উপর ক্ষোভ উগরে দিলেন চিন্ময়ী। ব্যক্তিগত জীবনে তিনি নিজেও একাধিক বার হেনস্থার শিকার হয়েছেন। অতীতে সে কথা জানিয়েছেন।

সমাজমাধ্যমে চিন্ময়ী লেখেন, ‘‘এরা পুরুষ, না কি হায়না? আসলে এদের হায়নার সঙ্গে তুলনা করলে হায়নাদের অপমান করা হয়। এখানে সবকটা সমমনস্ক পুরুষ দাঁড়িয়ে, যাদের উদ্দেশ্য একজন মহিলাকে হেনস্থা করা। এদের সকলকে ঈশ্বর অন্য কোনও গ্রহে কেন পাঠিয়ে দেন না?’’ পুরুষদের সরাসরি কাঠগড়ায় দাঁড় করানো নিয়ে চিন্ময়ীর উপর পাল্টা আক্রমণ শানিয়েছেন অনেকেই। আবার কেউ কেউ গায়িকার পক্ষ নিয়েছেন।

কিন্তু কী হয়েছিল সে দিন? অনুষ্ঠানস্থলের পিছনের গেট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠতে যাবেন নায়িকা। অল্প রাস্তা অতিক্রম করতে নাজেহাল অবস্থা হয় নিধির। গায়ের ওড়নায় টান মারছে কেউ, আবার ছবি তুলতে চেয়ে কেউ নায়িকার এতটাই কাছে চলে আসছে যে দৃশ্যত অস্বস্তিতে নিধি। সকলেই প্রায় ঝাঁপিয়ে পড়ে নিজস্বী তুলতে চাইছেন। থিকথিকে ভিড়ের মাঝে একপ্রকার দিশাহারা অভিনেত্রী। গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করছেন অভিনেত্রী, চোখেমুখে আতঙ্কের ছাপ। যদিও এ দিনের ঘটনা প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি নিধি বা ‘রাজা সাব’ ছবির নির্মাতারা।

Chinmayi Sripada Nidhi Agarwal Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy