দীপিকা পাড়ুকোনকে তোপ দাগলেন বিবেক অগ্নিহোত্রী। ঘটনার সূত্রপাত ২০২০ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) দীপিকার উপস্থিতি নিয়ে।
সেই সময়ে দীপিকা তাঁর ছবি ‘ছপক’-এর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন। ছবিমুক্তির কয়েক দিন আগে জেএনইউ-তে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। কোনও কথা বলেননি। নীরবে দাঁড়িয়েছিলেন তিনি। তখন জেএনইউ-তে এনআরসি ও সিএএ-বিরোধী আন্দোলন চলছিল। দীপিকার এই পদক্ষেপ নিয়ে সেই সময়েও বিতর্ক তৈরি হয়েছিল। ফের সেই ঘটনা তুলে এনে দীপিকাকে কটাক্ষ করলেন বিবেক অগ্নিহোত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক প্রশ্ন তুললেন সেই ঘটনা নিয়ে। সেই সময়ে জেএনইউ-তে যাওয়ার অর্থ কি আদৌ বুঝেছিলেন দীপিকা? প্রশ্ন বিবেকের। তিনি বলেন, “আমি হলফ করে বলতে পারি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে দীপিকার কোনও ধারণাই ছিল না সেই সময়ে।”
বিবেকের মতে, সহযোগী দলের পরামর্শে দীপিকা জেএনইউ-তে গিয়েছিলেন। সেই সময়ে জেএনইউ-এর রাজনীতি বোঝার মতো বুদ্ধি ছিল না দীপিকার? এটাই কি বলতে চেয়েছেন বিবেক অগ্নিহোত্রী? সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় পরিচালককে। তিনি উত্তরে বলেন, “এটা আসলে বোকামি নয়। ওঁর সহযোগী দল হয়তো বলেছিল, ছবি প্রচার করার এটাই ভাল পদ্ধতি। তার কারণ, বিশ্ববিদ্যালয়টি ভীষণ ভাবে রাজনৈতিক। আবার ওঁর ছবিতেও রাজনীতির প্রসঙ্গ ছিল। বিষয়টা ভাল ভাবে বুঝলে দীপিকা ওই বিশ্ববিদ্যালয়ে যেতেন না।”
রাজনীতির ময়দানের নানা রকমের ঝুঁকির কথাও বলেন বিবেক। তিনি বলেন, “আগুন নিয়ে খেলার মতো বিষয় এটা। পুড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। দীপিকা যথেষ্ট বুদ্ধিমতী মহিলা। তিনি যদি জানতেন, জেএনইউ রাজনৈতিক ভাবে খুবই স্পর্শকাতর জায়গা, তা হলে সেখানে ভুলেও যেতেন না।”